Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
ভাই জটিল কথা বলছেন!
ধন্যবাদ
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
ভাই জটিল কথা বলছেন!
ধন্যবাদ
আমি কিন্তু ইউজার এর পার্সপেকটিভ থেকে বলিনি, বলেছি সফটয়ার এর তৈরিকারক এর দিক থেকে। তিনি কেন শুধু ফ্রি সফট বানাবেন (যদি না তার একটাও পেইড সফট না থাকে?)। ধরলাম সে একজন কম্পিউটার গিক এবং খালি সফট বানানো টানানো এইসব কাজ পারেন (আমার এক খালুর মত যদিও ফ্রি ল্যন্সিং করাও সম্ভব), সেই ক্ষেত্রে সফট এর মালিক কেন অনাগ্রহি হবে না ফ্রি তৈরি করতে?
আমি নিজেই এর একটা উত্তর দেই এবং আপনারা বলুন যে এটা ঠিক নাকিঃ
আমরা অপেনসোর্স এর মাধ্যমে চাই সফট গুলো ফ্রি হক কিন্তু এর মাধ্যমে যে কাজ করানো হবে সেগুলা পেইড হোক। যেমন ফ্রি অপেনঅফিস দিয়ে আমি একজনকে কাজে লাগাবো ১০০০ পেইজ টাইপিং-এ এবং তাকে সেই কাজের জন্য টাকা দেওয়া হবে rather সফট তৈরিতে কোনো টাকা খরচ করা হবে না।
এটা সম্পূর্ণ তার ইচ্ছা। সে যেটা ভাল মনে করবে, েসটাই করবে। ওপেনসোর্স না করেও মানুষ ফ্রি সফটওয়্যার বানায়। উদাহরণ - অভ্র উইন্ডোজে ওপেনসোর্স না, লিনাক্সে ওপেনসোর্স। আমি নিজেও ওপেনসোর্স, ফ্রিওয়্যার এবং শেয়ারওয়্যার বানাই।
আমি একটা কথা বলি গেম খেলার জন্য পিসি মোটেই ভালো কোন প্লাটফর্ম না যদি কেউ হার্ডকোর গেমার হন তার উচিত গেমিং কনসোলে গেম খেলা।উইন্ডোস জনপ্রিয় কারন এটা ইউসার ফ্রেন্ডলি তবে লিনাক্সের বয়স বিবেচমা করতে হবে সময় দেন লিনাক্স সকল ব্যাবফারকারীর জন্য সহজবোধ্য হবে।আর উইন্ডোসের বেশীরভাগ ফিচার তো লিনাক্স আর ম্যাক থেকে চুরি বা ধার করা যেমন ডক,ভারচুয়াল ডেস্কটপ, থ্রি ডি , ফ্লিপ।আমার কথা হোল যে পারেন সে উইন্ডোস কিনে চালান চোরাই মাল চালিয়ে প্রোগ্রামের প্রশংসা করা উচিত নয়।তাছাড়া উইন্ডোজ সেভেনে ব্রাউসার নির্বাচনের ধরনটা
অনেকটা উবুন্টুর রিপসিটরির মত যদিও তা ইউরোপিয়ান ইউনিওনের চাপে পড়ে তফাত শুধু উবুন্টুতে ব্রাউসার ছাড়াই সফট ইন্সটল করা যায় সাইনাপটিক প্যাকেজ বা সফটওয়ার সেন্টার থেকে কিন্ত উইন্ডোজে তা ব্রাউসার দিএ করতে হয় কে বলতে পারে ভবিষ্যতে উইন্ডোজকে মিডিয়া প্লেয়ার সহ অন্যান্য ক্যাটাগরিতেও এই সুবিধা দিতে হবে যেখানে শুধু প্রপাইটরি সফট নয় থাকবে ওপেনসোর্স সফটও।
যত কথা বলি না কেন জানালার ইউজার বেশি
আমাদের সবার উচিৎ লিনাক্সে হাতেখরি করা। কারন ২০১৩ আসতে দেরি নাই। যারা উইন্ডোজের পোকা তাদেরও উচিৎ লিনাক্স শিখে রাখা।
সরকার যেভাবে লিনাক্সের পেছনে লেগেছে তাতে মনেহয় সরকারি সব ক্ষেত্রে উবুন্তু লিনাক্স চালু হয়ে যাবে। শিখে না রাখলে উইন্ডোজ প্রেমীরা বিপদে পরবে এ ব্যাপারে কোন সন্দেহ না।
উবুন্তুর বয়স কম যেভাবে উন্নয়ন চলছে আমার ধারনা খুব তারাতারিই উইন্ডোজকে ধরে ফেলতে পারবে।
আমার কথার সাথে মিল না থাকলে প্রতিবাদ জানান
সঠিক জানিনা। তবে যতটুকু জানি থাকে। আর না থাকলেই কি। ইন্সটল তো মাত্র দুই ক্লিকের ব্যাপার।
আর আপনার সমস্যা হয়েছিল কনফিগার করতে। ইন্সটল করতে তো কোন সমস্যা হয় নি।
এক ঢিলে দুই পাখি মারার একটা এটেম্পট নিয়েছিলাম। মিন্ট ট্রাই করতে গিয়ে ভাবলাম সাথে কেডিই ও টাও ব্যবহার করে দেখি। কাছাকাছিই তো। কিন্তু ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, আমি মিন্টে গিয়েও কেডিই তে অভ্যস্ত হতে পারলাম না।
ইন্সটল করেছিলেন কোথা থেকে? SCIM তো সফটওয়্যার সেন্টারেই আছে। scim লিখে সার্চ দেন, পেয়ে যাবেন।
অথবা টার্মিনালে লিখুনঃ
sudo apt-get install scim
তারপর অভ্র ইন্সটল করুন।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
০.০৪৩০৭৬০৩৮৩৬০৫৯৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৬.৫৬৫১৭৯৩৬১৭২৩ টি কোয়েরী চলেছে