টপিকঃ আর্জেন্টিনা কোচ’ হতে চান বাতিস্তা...
তবে এই আপৎকালীন দায়িত্বটাকেই ‘স্থায়ী’ করার ইচ্ছা সার্জিও বাতিস্তার। ‘ভারপ্রাপ্ত কোচ’ নন, বাতিস্তা চান তাঁর পরিচয় হোক ‘আর্জেন্টিনা কোচ’।
ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে চুক্তি নবায়ন না করার পর সামনের প্রীতি ম্যাচগুলোতে কাজ চালিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বাতিস্তাকে। এ বছর যেহেতু আর্জেন্টিনার কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নেই, ধারণা করা হচ্ছে, বাতিস্তাই আপাতত দায়িত্ব পালন করে যাবেন। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নতুন কোচ হওয়ার দৌড়ে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি শোনা যাচ্ছে আলেসান্দ্রো সাবেলার নাম। তবে নিজেকে প্রমাণের জন্য যথেষ্ট সুযোগ পাচ্ছেন বাতিস্তাও। প্রতিটি ম্যাচে দল ভালো করলে নিশ্চিতভাবেই লড়াইয়ে চলে আসবেন বাতিস্তা।
বাতিস্তা জানালেন, তাঁরও ইচ্ছা এমনটাই, ‘জাতীয় দলের কোচ হতে কার না ভালো লাগে? যত কোচ এই পেশায় আছেন, সবারই তো এই একই স্বপ্ন। আমারও ইচ্ছা আছে, আছে প্রত্যাশাও। তবে কোনো কিছু চাইব না। আমার এখনকার দায়িত্বটা ইন্টার্নশিপের মতো এবং আমি এটা পালন করার চেষ্টা করব। ভালো করার সামর্থ্য আমার আছে। বাকি সিদ্ধান্ত ফুটবল অ্যাসোসিয়েশনের।’ ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন বাতিস্তা, ২০০৭ সাল থেকে আছেন আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্বে। আর্জেন্টিনাকে জিতিয়েছেন গত বেইজিং অলিম্পিকের সোনা।
বাতিস্তা অবশ্য পরিষ্কার করে দিয়েছেন, ম্যারাডোনার সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই। বরং ম্যারাডোনা ফিরলে খুশিই হবেন তিনি, ‘ম্যারাডোনা ও এফএ (আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন) যদি নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে ফেলে, তাহলে আর্জেন্টিনা ফুটবলের জন্যই ভালো হয়। ম্যারাডোনা যদি সত্যিই ফেরে এবং জাতীয় দল নিয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা দেখায়, তাহলে দলের জন্যই ভালো।’ শুধু তা-ই নয়, ম্যারাডোনার সঙ্গে তাঁর সম্পর্কটাও নাকি উষ্ণ। জানালেন, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হারার পর কথাও হয়েছে ম্যারাডোনার সঙ্গে, ‘এটা ছিল বড় একটা আঘাত। ম্যাচের পর আমি ওর সঙ্গে কথা বলেছিলাম। বলেছিলাম, তাড়াহুড়ো করে কিছু না করে সময় নিয়ে, চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে।’
যে ম্যাচ দিয়ে জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হবে বাতিস্তার, আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের দল ঠিক করে গিয়েছিলেন ম্যারাডেনা। বাতিস্তা জানালেন, ২৪ জনের দল নিয়ে তাঁর কোনো সমস্যা নেই, ‘ফুটবল অ্যাসোসিয়েশনের ধারণা দলটা ঠিকই আছে, আমারও কোনো সমস্যা নেই। তা ছাড়া স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে যথেষ্ট সময় আছে, তখন আমি আমার দল ঠিক করতে পারব।’ বাতিস্তা জানিয়েছেন, তাঁর ফুটবলদর্শনও, ‘ফুটবল খেলাটার প্রতি শ্রদ্ধা করা, ভালো খেলা।’ ম্যারাডোনার দলের অধিনায়ক হাভিয়ের মাচেরানোর হাতে আর্মব্যান্ডটা রেখে দিতে চান তিনি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের সঙ্গে কথা বলার পর। ওয়েবসাইট।