টপিকঃ কোন মোবাইল অপারেটর বর্তমানে বেস্ট?

আস্সালামুআলাইকুম সবাইকে...  এটি আমার প্রথম পোষ্ট...  আমি যানতে চাই আপনি কোন মোবাইল ফোনের সিম ব্যাবহার করছেন? আপনিকি সন্তুষ্ট? আপনার মতে কোন মোবাইল অপারেটর বর্তমানে বেস্ট? এক এক করে RANK তৈরি করুন like 1.GP 2.Robi

Re: কোন মোবাইল অপারেটর বর্তমানে বেস্ট?

আপনি যদি বাবার বহুত টাকা হয় তাহলে জিপিই প্রথম এবং শেষ চয়েস হবে ।আর টানাটানি থাকলে ওয়ারিদ বা বাংলালিংক

Re: কোন মোবাইল অপারেটর বর্তমানে বেস্ট?

Re: কোন মোবাইল অপারেটর বর্তমানে বেস্ট?

বাংলালিংক ব্যবহার করছি love। আমার বান্ধবীরা সবাই বাংলালিংক ইউজ করে। dream তাই আরকি  tongue

নেট ব্যবহারের জন্য শুধু জিপির সিম মডেমে লাগনো থাকে। মাঝে মাঝে দুই একটা মেসেজ আসে জিপি থেকে। mail

নিজের অধিকার আদায় করে নিতে হয়

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: কোন মোবাইল অপারেটর বর্তমানে বেস্ট?

আমার কাছে ভালো লাগে গ্রামীনফোন অপারেটর কারন ওদের নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক।আর গত পাচঁ বছর ধরে গ্রামীনফোন সীম ব্যবহার করছি।

Re: কোন মোবাইল অপারেটর বর্তমানে বেস্ট?

আমার জন্য জিপি বেষ্ট !!! অনলি ইনকামিং  tongue

Re: কোন মোবাইল অপারেটর বর্তমানে বেস্ট?

একই টপিকে ডাবল পোস্ট। মডুদের দৃষ্টি আকর্ষণ করছি।

Re: কোন মোবাইল অপারেটর বর্তমানে বেস্ট?

আমি ইনকামিং এর জন্য এবং ডিজুস নাম্বারে কল করা জন্য ডিজুস ব্যাবহার করি।
আর অন্যান্য নাম্বারে কল করার জন্য, টেলিটক পিসিও ১সেকেন্ড পালস এবং ১.১০ পয়সা মিনিট

Re: কোন মোবাইল অপারেটর বর্তমানে বেস্ট?

ডিজুস গত পাঁচ বছর ধরে ব্যবহার করি। যাদের সাথে কথা বলি প্রায় সবাই ডিজুস ব্যবহার করে। অন্য অপারেটর এ কল করতে একেক সময় একেক সিম ব্যবহার করি। সব অপারেটর এর সিম পকেটে থাকে।

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১০

Re: কোন মোবাইল অপারেটর বর্তমানে বেস্ট?

গ্রামীণফোন আমার কাছে ভাল লাগে এবং ১০বছর ব্যবহার করছি ।

১১

Re: কোন মোবাইল অপারেটর বর্তমানে বেস্ট?

গ্রামীণফোন আমার কাছে ভাল লাগে

নামায সবার উপর ফরয করা হয়েছে