Re: নব সংযোজন?
toggle ক্যাটাগরি কোথায় দেখলেন?:rolleyes:
Re: নব সংযোজন?
আজেকই চালু করলাম। পুল মোড এর কাজ করতে যেয়ে এ মোডটা পেলাম। তারপর যুক্ত করলাম। পুল মোডে অনেক সমস্যা। প্রচুর কোড পরিবর্তন করতে হচ্ছে। এমনকি এতে বর্তমান কিছু সুবিধাও নষ্ট হতে পারে। তাই সেটি ইনস্টল করলাম না।
what to do?
Re: নব সংযোজন?
পাইসি।)+D
বেশ ভালো।(y)
Re: নব সংযোজন?
আমাকে কে বলবে কি সংযোজিত হয়েছে?
Re: নব সংযোজন?
বুঝলাম না, কেহ কি একটু বুঝিয়ে বলবেন?
Re: নব সংযোজন?
Re: নব সংযোজন?
আউল লিখেছেন:বুঝলাম না, কেহ কি একটু বুঝিয়ে বলবেন?
ছবিটা দেখেছি তবে কিছুই বুঝতে পারিনি (মাথা ভর্তি গোবর কিনা)।
Re: নব সংযোজন?
সেভারাস লিখেছেন:আউল লিখেছেন:বুঝলাম না, কেহ কি একটু বুঝিয়ে বলবেন?
ছবিটা দেখেছি তবে কিছুই বুঝতে পারিনি (মাথা ভর্তি গোবর কিনা)।
আপ্নি কি ছবিটা চাপ দিয়ে বড় করে দেখেছেন? ওইখানে যেটা নির্দেশ করা হয়েছে ঐটা ক্লিক করলে সাবফোরাম খুলে বা বন্ধ হয়ে যায়:)
Re: নব সংযোজন?
আমি বড় বা ছোট্ট করতে পারছিনা ।
Re: নব সংযোজন?
বেশ চমৎকার!
লিনাক্সের জগতে প্রবেশের প্রচেষ্টা চলছে।
Re: নব সংযোজন?
টগল ক্যাটাগরীটা ভাই!
লিনাক্সের জগতে প্রবেশের প্রচেষ্টা চলছে।
Re: নব সংযোজন?
আপনি এক কাজ করেন, আশা করি বুঝে আসবে।
আপনার পি সির সামনে পা উপরে মাথা নিচে দিয়ে তারপর ফোরোমের হোম পেযে যান, আরাম্সে বুঝে যাবেন!
লিনাক্সের জগতে প্রবেশের প্রচেষ্টা চলছে।
Re: নব সংযোজন?
এত কষ্ট করতে হবে কেন? কষ্ট করতে পারবো না।