টপিকঃ টেকটিউনস এর সমস্যাটা কি ?
আজ একটু আগে টেকটিউনস এর লিন্ক এ ক্লিক করার পর এ ম্যাসেজটি (স্ক্রীণশট দেখুন)দিল কেউ কি বলতে পারেন সমস্যাট কি ?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টেকটিউনস এর সমস্যাটা কি ?
আজ একটু আগে টেকটিউনস এর লিন্ক এ ক্লিক করার পর এ ম্যাসেজটি (স্ক্রীণশট দেখুন)দিল কেউ কি বলতে পারেন সমস্যাট কি ?
হোস্টিং জনিত সমস্যা
বাদ দেন।
বহুত স্লো সাইট।
প্রথম কয়েকদিন গেছি। তারপর আর যাই না।
বাদ দেন।
বহুত স্লো সাইট।
প্রথম কয়েকদিন গেছি। তারপর আর যাই না।
আমি প্রায় ঢুকি আমার কাছে স্লো মনে হয় না।
আমারও মাঝে মাঝে এই সমস্যা হয়।
হোস্টিং এর সমস্যা।
হ্যা হোস্টিং সমস্যা
আমি আর এস এস রিডার দিয়ে দেখি তাই তেমন কোন সমস্যা হয় না।
টেকটিউনস এর হোস্টিং একাউন্ট সাসপেন্ডেড। গত্কাল রাতে গিয়ে দেখেছি। এখনো ঐ অবস্থায় আছে। সাইট একটু বড় হইলে সমস্যা। ভিপিএস অথবা ডেডিকেটেড ছাড়া উপায় থাকে না।
ফালতু একটা সার্ভারে হোস্ট করা ছিল। খালি ডাটাবেস কানেকশনে ইরর আসত "Error establishing a database connection"
পুরাই বাজে কোম্পানী!
সবাই ঠিকই বলেছেন, হোস্টিং এর সমস্যা।
ফালতু একটা সার্ভারে হোস্ট করা ছিল। খালি ডাটাবেস কানেকশনে ইরর আসত "Error establishing a database connection"
এ সমস্যাটি আমারও প্রায়ই হত।
তারেক হাসান লিখেছেন:ফালতু একটা সার্ভারে হোস্ট করা ছিল। খালি ডাটাবেস কানেকশনে ইরর আসত "Error establishing a database connection"
এ সমস্যাটি আমারও প্রায়ই হত।
এটা একটা কমন সমস্যা ছিল। সবারই অভিযোগ ছিল এটার ব্যাপারে।
টেকটিউনস খুবই দেরিতে লোড হয় মাঝে মাঝে হয়ই না। জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে ভাল হোস্টিং নেয়া উচিৎ কর্তৃপক্ষের।
টেকটিউনকে ভালা পাই। ফিরে আসুক তাড়াতাড়ি।
হোস্টিং সাভার্র পরিবর্তন হচ্ছে ..............
টেকটিউনে যে কত প্রোবলেম............
ফালতু একটা সার্ভারে হোস্ট করা ছিল। খালি ডাটাবেস কানেকশনে ইরর আসত "Error establishing a database connection"
এক কথায় হোস্টিং কোম্পানীর কিন্তু দোষ দেয়া যায় না! একটা এরকম সমস্যাগুলো কিন্তু একাধিক কারণে হয়। সবচেয়ে বেশি যে কারণে হয় তা হল টাকা!
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টেকটিউনস এর সমস্যাটা কি ?
০.০৮৭৫৬১১৩০৫২৩৬৮২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮০.৩৭৯৪২১৮৯৯৫৯১ টি কোয়েরী চলেছে