টপিকঃ ফ্রি ডস এবং উন ডস এর মধ্যে পর্থক্য আছে কি?
ফ্রী ডস ও এস এবং মাইক্রোসফট এর ডস ও এস মধ্যে কোন পার্থক্য আছে কি। না ফ্রী বলতে শুধু কিনতে টাকা লাগবে না এই টুকুই পার্থক্য।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » ফ্রি ডস এবং উন ডস এর মধ্যে পর্থক্য আছে কি?
ফ্রী ডস ও এস এবং মাইক্রোসফট এর ডস ও এস মধ্যে কোন পার্থক্য আছে কি। না ফ্রী বলতে শুধু কিনতে টাকা লাগবে না এই টুকুই পার্থক্য।
উনডস কি জিনিস জানি না।
যতদূর মনে পড়ে, বহু বছর আগে ক্যালডেরা পিসি-ডস নামে একটি কমার্শিয়াল ওপারেটিং সিস্টেম ছিলো - ঐটা ওপেনসোর্স করার পর ফ্রীডস নাম হয়।
ফ্রীডস হলো মাইক্রোসফট ডস কম্প্যাটিবল অপারেটিং সিস্টেম - তবে আকাশপাতাল পার্থক্য।
এমএস ডস ডেভেলপমেন্ট সেই ৯০-এর দশকেই বন্ধ করে দিয়েছে। তাই আধুনিক হার্ডওয়্যার যেমন গিগাবাইট সাইযের র্যাম, মাল্টিপল হার্ডডিস্ক, ল্যানকার্ড ইত্যাদি সম্ভবত: এমএসডসে ব্যবহার করতে পারবেন না - এর জন্য ফ্রীডস লাগবে। এছাড়া ফ্রীডস দিয়ে লিনাক্স/এক্সপি/ভিস্তাতেও মাল্টিবুট করা যায় শুনেছি।
ঐ আমলে এমএসডস, পিসিডস ছাড়াও আরো অনেক ডস কম্প্যাটিবল ওএস ছিলো। আমি নিজেও ৯০ দশকের শুরুর দিকে ব্যবহার করতাম নর্টনের এনডস - ndos.com নামে একটি চমৎকার কমান্ড ইন্টারপ্রেটার ছিলো। ইনফ্যাক্ট, ডস-গুলোর মধ্যে মাইক্রোসফটেরটা ছিলো সবচাইতে লিমিটেড প্রোডাক্ট - অন্যান্য ডস-ক্লোনগুলো সবগুলোই কোনো না কোনো ভাবে এমএসডসের চাইতে সুপিরিয়র ছিলো।
তবে বিংশ শতাব্দীতে ডাইনোসর যুগের ওএস নিয়ে চিন্তা করছেন কেন? ডিজিটাল বাংলাদেশের অতি-ভাগ্যবান উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা ছাড়া দুনিয়ার আর কোথাও ডস ব্যবহার করতে হয় বলে শুনি নাই।
আমার উত্তর পেয়েছি। অনেক ধন্যবাদ invarbrass ভাই।
ভাল জিনিস শিখলাম।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » ফ্রি ডস এবং উন ডস এর মধ্যে পর্থক্য আছে কি?
০.০৪৩৭৪৬৯৪৮২৪২১৮৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৩.৯৩৯৬৪৪২২৭৪১৫ টি কোয়েরী চলেছে