টপিকঃ সেভারাসের ছবির ধাঁধা-৩
নিচের দুটি ছবিতে মোট ১২টি অমিল আছে:|
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » সেভারাসের ছবির ধাঁধা-৩
নিচের দুটি ছবিতে মোট ১২টি অমিল আছে:|
এত ক্যাজরা ব্যাজরার মাঝে কি পার্থক্য খুজে পাওয়া যায়?
এত ক্যাজরা ব্যাজরার মাঝে কি পার্থক্য খুজে পাওয়া যায়?
পার্থক্য খুঁজে পাওয়ার হলে কালো অন্ধকারেও পাওয়া যাবে:P
সুমন ভাই কি ইউনি থেকে নেট ইউজ করতাসেন?:(
সুমন লিখেছেন:এত ক্যাজরা ব্যাজরার মাঝে কি পার্থক্য খুজে পাওয়া যায়?
পার্থক্য খুঁজে পাওয়ার হলে কালো অন্ধকারেও পাওয়া যাবে:P
সুমন ভাই কি ইউনি থেকে নেট ইউজ করতাসেন?:(
হুমমম
ধাঁধাঁর উত্তর -
ইশতিয়াক ভাইয়া, এক জায়গায় দুইটা দিয়েছেন, ঐটা একটাই হবে আর লাল রঙের মেয়েটার কোনো অমিল নেই।
একটা বাকি!
সেভারস, ছবিটা দেখেই তো চোখে ধাধা লেগে যাচ্ছে
সেভারস, ছবিটা দেখেই তো চোখে ধাধা লেগে যাচ্ছে
চোখের ধাঁধা চলে গেলে তারপর ধাঁধাটা সমাধান কইরেন:)
সেই চেষ্টাও করেছি। চোখ বন্ধ করলেই ধাধা চলে যায়, কিন্তু ধাঁধা দেখি না
সেই চেষ্টাও করেছি। চোখ বন্ধ করলেই ধাধা চলে যায়, কিন্তু ধাঁধা দেখি না
চোখ বন্ধ করলে তো দেখবেন কেমনে? এর চেয়ে এক কাজ করেন! ভাবীকে ধাঁধা সলভ করতে দেন!
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » সেভারাসের ছবির ধাঁধা-৩
০.০৬৬০৮১০৪৭০৫৮১০৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৩৯৬৭২০৪৯৭৬১২ টি কোয়েরী চলেছে