টপিকঃ LinuxMint-9 এ CityCell Zoom এর জন্য Huawei EC325 মডেম
আমার ছোটভাইয়ের পিসিতে মিন্ট ইসাডোরা ইনস্টল করার আগে একটা ইউ.এস.বি ড্রাইভ থেকে চালিয়েছিলাম। সেখানে একবারেই গ্রাফিকালি হুয়াই-এর EC 325 মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পেরেছিলাম। এটা দেখেই সে হার্ডডিস্কে মিন্ট ইনস্টল করলো। কিন্তু বিধি বাম, এখন আর মডেম দিয়ে কানেক্ট করতে পারছে না (নেট ডিসকানেক্টেড দেখাচ্ছে)। এমনকি সেই ইউ.এস.বি. ড্রাইভ থেকেও পারছে না ... ... কিছুটা তদন্ত করে যা বুঝতে পারলাম:
asad@zaman ~ $ lsusb
Bus 005 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 004 Device 003: ID 12d1:1001 Huawei Technologies Co., Ltd. E620 USB Modem
Bus 004 Device 002: ID 09da:000a A4 Tech Co., Ltd Port Mouse
Bus 004 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 003 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 002 Device 001: ID 1d6b:0001 Linux Foundation 1.1 root hub
Bus 001 Device 001: ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub
মডেমটার মডেল নম্বর ঠিকভাবে ডিটেক্ট করতে পারছে না। ওর মডেম হল EC 325 কিন্তু lsusbর আউটপুট দেখাচ্ছে E620। আমার ধারণা এটাই সমস্যার কারণ। আগের ইউ.এস.বি থেকে বুট করেও lsusbর আউটপুটে একই রকমভাবে ভুল মডেল দেখাচ্ছে। তাই এখানের 12d1:1001 - এই ডিভাইস আর প্রোডাক্ট আই.ডিগুলো সম্ভবত ঠিক না।
শাবাবকে ফোন করাতে বললো যে মডসুইচ দিয়ে চেষ্টা করতে। তাই এই প্যাকেজগুলো ইনস্টল করে ফেললাম।
libusb-0.1-4_0.1.12-14_i386.deb
usb-modeswitch_1.1.0-2_i386.deb
usb-modeswitch-data_20100127-1_all.deb
কিন্তু এরপরেও কাজ হচ্ছে না।
নেটে বেশ কিছু সমাধান আছে। কিন্তু সেগুলো জুম আল্ট্রার জন্য। কিন্তু আমার ভাইয়েরটা হল শুধু জুম। তাছাড়া মডেলও আলাদা মনে হচ্ছে ... ...
এই সমস্যা সমাধানের জন্য সাহায্যের আহ্বান করছি।
পিসির কনফিগারেশন যথেষ্ট ভাল - জানালা-৭, এক্স.পি. (সবই পাইরেটেড) চালায়।
===
আপডেট: হাসিন ভাইয়ের এই পোস্ট অনুযায়ী চেষ্টা করাচ্ছি (ফোনে) এখানে modprobe usbserial vendor=0x12d1 product=0×1001 ব্যবহার করতে বলা হয়েছে।