টপিকঃ বাংলা কীবোর্ড লে-আউট
কেমন হয় যদি আমরা আমাদের নিজেদের ইচ্ছামত কী-বোর্ডের কী-গুলো সাজাতে পারি? যেমন K চাপলে ক হবে, B চাপলে ব হবে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » বাংলা কীবোর্ড লে-আউট
কেমন হয় যদি আমরা আমাদের নিজেদের ইচ্ছামত কী-বোর্ডের কী-গুলো সাজাতে পারি? যেমন K চাপলে ক হবে, B চাপলে ব হবে।
কেমন হয় যদি আমরা আমাদের নিজেদের ইচ্ছামত কী-বোর্ডের কী-গুলো সাজাতে পারি? যেমন K চাপলে ক হবে, B চাপলে ব হবে।
এটাতো অলরেডী হয়ে গেছে বলে মনে হয়। বাংলা ফোনেটিকেতো তাই হয়, K চাপলে ক, B চাপলে ব হয়। অভ্রতে তাই করে আমি এখন লিখছি।
সৈকত লিখেছেন:কেমন হয় যদি আমরা আমাদের নিজেদের ইচ্ছামত কী-বোর্ডের কী-গুলো সাজাতে পারি? যেমন K চাপলে ক হবে, B চাপলে ব হবে।
এটাতো অলরেডী হয়ে গেছে বলে মনে হয়। বাংলা ফোনেটিকেতো তাই হয়, K চাপলে ক, B চাপলে ব হয়। অভ্রতে তাই করে আমি এখন লিখছি।
আমি তো পারছিনা
সৈকত লিখেছেন:কেমন হয় যদি আমরা আমাদের নিজেদের ইচ্ছামত কী-বোর্ডের কী-গুলো সাজাতে পারি? যেমন K চাপলে ক হবে, B চাপলে ব হবে।
এটাতো অলরেডী হয়ে গেছে বলে মনে হয়। বাংলা ফোনেটিকেতো তাই হয়, K চাপলে ক, B চাপলে ব হয়। অভ্রতে তাই করে আমি এখন লিখছি।
আমি একটি সফটওয়্যার তৈরী করেছি যেটা দিয়ে নিজের ইচ্ছে মতো কী-বোর্ডের কী-গুলো সাজানো যায়। আমি জানতামনা অভ্র দিয়েও এটা করা যায়। কারণ আমি সবসময় আমার সফটওয়্যারই ব্যবহার করি।
অভ্র স্ট্যন্ডার্ড (ভার্সন ৪.৫.১)তে কী-বোর্ড লে-আউট ক্রিয়েটর আছে.. সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মত যে কোন লে-আউট তৈরী করতে এবঙ তা শেয়ার করতে পারেন খুব সহজে।
আপনাদের এই অবস্থা কেন ?????? অভ্র কোথায় পবে সৈকত ভাই????????
www.omicronlab.com
তপু লিখেছেন:এটাতো অলরেডী হয়ে গেছে বলে মনে হয়। বাংলা ফোনেটিকেতো তাই হয়, K চাপলে ক, B চাপলে ব হয়। অভ্রতে তাই করে আমি এখন লিখছি।
আমি একটি সফটওয়্যার তৈরী করেছি যেটা দিয়ে নিজের ইচ্ছে মতো কী-বোর্ডের কী-গুলো সাজানো যায়। আমি জানতামনা অভ্র দিয়েও এটা করা যায়। কারণ আমি সবসময় আমার সফটওয়্যারই ব্যবহার করি।
(y)(y)
আমাদের মানচুমাহারাও নিজের তৈরি মানচু ল্যান ম্যানেজার ব্যবহার করে...
আমি শুধু ইউনিট কনভার্সনে আমার তৈরি সফটওয়্যার ব্যবহার করি...
অভ্র স্ট্যন্ডার্ড (ভার্সন ৪.৫.১)তে কী-বোর্ড লে-আউট ক্রিয়েটর আছে.. সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মত যে কোন লে-আউট তৈরী করতে এবঙ তা শেয়ার করতে পারেন খুব সহজে।
আসলে আমি আমার সফটওয়্যারটা তৈরী করেছিলাম প্রায় ২ বছর আগে অভ্র দেখেই। কিন্তু তখন অভ্রতে মাত্র দু'টি কিবোর্ড লেআউট ছিল। যার একটি ছিল ইউনিবিজয়। এটার ৯০%-ই বিজয়ের মতো ছিল। যার জন্য বিজয়ের মোস্তফা জব্বার সাহেব কপিরাইট ভঙ্গের অভিযোগ করেছিলেন। এই জন্যই আমি আমার সফটওয়্যারটা তৈরী করেছিলাম যাতে নিজের ইচ্ছামতো কিবোর্ড লেআউট তৈরী করা যায়। এখন যে যার মতো কিবোর্ড লেআউট তৈরী করে ব্যবহার করুক, কোন কপিরাইট ভাঙবেনা। সাপও মরলো লাঠিও ভাঙলোনা।:D
এখন যে যার মতো কিবোর্ড লেআউট তৈরী করে ব্যবহার করুক, কোন কপিরাইট ভাঙবেনা। সাপও মরলো লাঠিও ভাঙলোনা।:D
সাপ মরবে কি না জানি না। তবে শেষ পর্যন্ত ফোঁসফোঁষ করেই যাবে নকল হলো ,চুরি গেল বলে।
এত সবকিছর পরও যদি বাংলা কীবোর্ড লে-আউট ১টাই হতো তাহলে কতই না ভালো হতো!
সৈকত লিখেছেন:এখন যে যার মতো কিবোর্ড লেআউট তৈরী করে ব্যবহার করুক, কোন কপিরাইট ভাঙবেনা। সাপও মরলো লাঠিও ভাঙলোনা।:D
সাপ মরবে কি না জানি না। তবে শেষ পর্যন্ত ফোঁসফোঁষ করেই যাবে নকল হলো ,চুরি গেল বলে।
Dear all, i can't write exactly what I want to, using phonetic, therefore writing in english. would appreciate, if anyone could send me the layout of bangla keyborad used in Windows Vista. it's really a mess without knowing keyboard layout. Thank you.
write2nafiz@gmail.com
Bngla Rockz.!!(y)
নিজের মনের মত করে কীবোর্ড সাজানো যায় এরকম আর একটি সফটওয়্যার হল 'অক্ষর' কতটুকু কাজ করে জানি না। কারণ খুব কম ব্যবহার করেছি। অভ্র এর কল্যাণে অন্য সফটওয়্যার ব্যবহার খুব কম হয়।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » বাংলা কীবোর্ড লে-আউট
০.০৬১৫২৭০১৩৭৭৮৬৮৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.২৯২৭৬৯৯৬৭০২৪ টি কোয়েরী চলেছে