টপিকঃ মহানবী (স.) এর পাহারাদার
ইসলামের ইতিহাসে বিভিন্ন যুদ্ধের সময় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর যে কয়জন পাহারাদার ছিলেন
১. বদরের যুদ্ধে : হযরত সা'দ ইবনে মোয়ায (র.)
২. ওহুদের যুদ্ধে : হযরত যাকওয়ান ইবনে আবদে কায়েস (র.) ও হযরত মুহাম্মদ ইবনে সালামা আনসারী (র.)
৩. খন্দকের যুদ্ধে : হযরত যুবায়ের (র.)
৪. কুরার যুদ্ধে : হযরত আবু ইউয়ুব (র.) ও হযরত বিলাল (র.)
কৃতজ্ঞতা : বুক অব ইসলামিক নলেজ
রক্তের গ্রুপ : এবি+ (পজিটিভ), রাশি : ধনু