Re: ফিরে দেখা ১৯৭৪ সাল (একটি সাক্ষাৎকার)
আল্লায় সহ্য না করলেও আমাদের সহ্য করতে হবে।
Re: ফিরে দেখা ১৯৭৪ সাল (একটি সাক্ষাৎকার)
Re: ফিরে দেখা ১৯৭৪ সাল (একটি সাক্ষাৎকার)
ভাই আপনি তো এখানে অন্যের কাহিনী তুলে ধরেছেন,সময় পেলে আমি আমাদের পরিবারের কথা তুলে ধরবো,খালি এটুকুই এখন বলবো আমার দাদার আত্মীয় কে রাতের বেলা খাওয়া থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করছে তখনকার রক্ষীবাহিনী নামে আওয়ামী জানোয়াররা,তারপর উনার বউকে পালাক্রমে ধর্ষণ করে সব সম্পত্তি দখল করছে। কেয়ামতের দিনে এদের সত্যিকারের বিচার হবে।
Re: ফিরে দেখা ১৯৭৪ সাল (একটি সাক্ষাৎকার)
৭ ০৫-০৭-২০১০ ১২:৪২ সর্বশেষ সম্পাদনা করেছেন নাবালক (০৫-০৭-২০১০ ১২:৪৪)
Re: ফিরে দেখা ১৯৭৪ সাল (একটি সাক্ষাৎকার)
Shahanur79 ভাই আমি আপনার পোস্ট এর টাইটেল দেখে মনে করেছিলাম ১৯৭৪ এর কি না তুলে ধরবেন ..
ভাই যদি এমন করে থাকে তাহলে খুব খারাপ করেছে মোটেও ভাল করেনি .. আপনি যেভাবে তথ্য দিয়েছেন সে ভাবে আমিও দিতে পারি কি পারিনা ? ঘটনা ঘটুক আর না ঘটুক । ভাই তাহলে জীয়া এর ইতিহাস একটু দুলে ধরেন জীয়া এর সময় কি হয়ে ছিল ? এবং জীয়া কে কেন খুন করলো ? কৈ এ নিয়ে তো আপনাদের বা আপনাদের নেতা দের কোন কথা শুনিনা ? কখনো আমি শুনিনি বেগম খালেদা বলেছেন জীয়া হত্যার বিচার চাই বেগম জীয়া জানেন জীয়া হত্যার বিচার করতে গেলে বিএনপি আর বিএনপি থাকবে না । যাই হোক আপনার সাথে তর্ক করে আমার সময় এবং আপনাদের সময় নস্ট করবো না । ইতিহাস তুলে ধরলে পুরাটাই তুলে ধরবেন হাগা বগা ইতিহাস তুলে ধরবেন না । ১৯৭৪ সালে কি হয়েছে আপনিও জানেন এবং আমিও জানি ১৯৭৪ সালের পরে কি হইছে এটাও সবায় জানে । দল করেন ভাল কথা অন্ধ হইয়া দল কইরেন না ।
অটঃ আমি কখনো কোন দল করি নাই এবং করবো না সত্যের সন্ধানে আছি ..