টপিকঃ ম্যারাডোনা আরো চার বছর কোচ থাকছেন আর্জেন্টিনার
ম্যারাডোনা আরো চার বছর কোচ থাকছেন আর্জেন্টিনার
১৫ জুলাই (রেডিও তেহরান) : আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে আরো চার বছরের জন্য দেশটির জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি শেষ হওয়া ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা জার্মানির কাছে ০-৪ গোলে হেরে ওই আসর থেকে বিদায় নেয়। লজ্জাজনক পরাজয়ের পর ম্যারাডোনা কোচের পদ থেকে সরে দাঁড়ানোর আভাস দিয়েছিলেন। তবে, আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুলিয়ো গ্রোনডোনা আগামী সপ্তাহে ম্যারাডোনার সাথে সাক্ষাত করে তাকে আরো চার বছরের জন্য নিয়োগ দেবেন বলে বার্তা সংস্থাগুলো খবর দিয়েছে।
৪৯ বছর বয়সী ম্যারাডোনা খেলোয়াড় হিসেবে ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপ ফুটবলে নিজের দলকে চ্যাম্পিয়ন করলেও কোচ হিসেবে তেমন সাফল্য পাননি। সাম্প্রতিক বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্ব থেকে ছিটকে পড়তে পড়তে শেষ মুহুর্তে দক্ষিণ আফ্রিকার টিকেট পেয়েছিলো তার দল। বাছাই পর্বের সবশেষ খেলায় উরুগুয়ের বিরুদ্ধে জয় পেয়ে আর্জেন্টিনা চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। নতুন করে জার বছরের জন্য নিয়োগ দিলে ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলকে কোচিং করানোর দায়িত্ব পাবেন ম্যারাডোনা।#
খুব খুশি লাগছে
লিংকঃ http://bangla.irib.ir/index.php/2010-04 … 00-21.html