সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (০৬-০৮-২০০৭ ২৩:৪৩)

টপিকঃ প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

আমাকে বলা হয়েছিল মজার পোস্ট......কিন্তু এটা তো প্রথম প্রেম বা প্রথম ব্যর্থ প্রেমের করুণ কাহিনী......এভাবে ধোঁকা দেয়া ঠিক হয়নি।;(

সুন্দর বর্ননা দিয়েছেন কোডার ভাই। আপনার এ বিষয়ে বুদ্ধি দেখি ছোট বেলা থেকেই ভালো;D......কথা মত পুরষ্কার দিলাম(y)

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

বড়ই ঝামেলাপূর্ণ টপিক। বউ দেখলে আস্ত রাখবে না। ghusi

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

মজা পেলার কোডার thumbs_up

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

সর্বশেষ সম্পাদনা করেছেন রুমন (০৭-০৮-২০০৭ ২৩:৪১)

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

ভাই আপনার গল্পের সব সত্য মনেহলেও   (ক্লাস সিক্সে ভর্তি হওয়ার সময় রোল ছিল ৪৮ সবার শেষ বা দুই একজন আগে। সেভেনে উঠে সেটা সম্ভবত ১/২ মনে নেই হয়েছিল। তাই সব শিক্ষকদের দৃষ্টি আকর্ষন করতে সমর্থ হয়েছিলাম যা পরবর্তীতে আমার ভাল লাগার বাধা হয়ে দাড়িয়েছিল)   আমার র্র্রে কেটর কথা গুলো ১০০০০০০০০% খাটি মিছা কথা=))

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

১০

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

১১

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

১২

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

১৩

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

clapclap:-#:clap::-#:clap::-#:clap:

১৪

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (০১-০৯-২০০৭ ১১:০৭)

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

তখন আমি ক্লাশ থ্রিতে পড়ি.. ঢাকার হাজারীবাগ থেকে গ্রামে আমাদের নানী বাড়ী কেরানীগঞ্জে চলে আসি, নানীদের বাড়ীর কাছাকাছি শাপলা কিন্ডার গার্ডেন নামন স্কুলে ভর্তি হই। মেয়েটা আমার পরিচিত ছিল, আমাদের নানীবাড়ীর পাশের গ্রামে ছিল তাদের বাড়ী, দুঃসম্পর্কের মামাতো বোন লাগত । আর দেখতে, আল্লাহ তাকে এমন যেন আল্লাহর সমস্ত রূপ যেন তার উপর-ই ছিল। ক্লাশ থ্রিতে পড়ি বলে কি হবে.. তখন থেকেই আমি একটু ইঁচরে পাকা ছিলাম cool। তো সেই মেয়েটি স্কুলে আসার এক ঘন্টা আগে আমি স্কুলে এসে বসে থাকতাম। দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতাম। এখনো সেই স্মৃতিগুলো স্পষ্ট চোখে ভাসছে.. লাল একটা স্কার্ট সাদা শার্ট.. পায়ে সাদা জুতা.. মাথায় মাঝে মাঝে বেনি করে রাখত.. হাতে একটা কালো বেল্টের ঘড়ি পড়ত। কাঁধে থাকত একটা ব্যাগ। অপূর্ব লাগত তাকে... তো এভাবেই চলতে থাকে কয়েকদিন.. প্রথমে আমার বন্ধুকে বলি ব্যপারটা... আমার বন্ধুকে আবার কসম দিয়েছিলাম কাউকে বলবি না। এভাবেই চলতে থাকে দিন.. ক্লাশ ফোরে উঠি তখন আস্তে আস্তে ওকে যেন আরো বেশি ভালো লাগতে থাকে... ফোরে উঠার পর অনেকেরই কাছে ওর কথা বলেছি... তো সবার কাছে এসে এটা সেটা বলতাম বড় হয়ে কি করব..অনেক কিছু.. তখন নতুন নতুন সাইকেল চালাতে শিখি.. তো সাইকেল ভাড়া নিয়ে প্রায়ই ওদের বাসার কাছাকাছি ঘুরাঘুরি করতাম.. মাঝে মাঝে ওকে দেখলে হাসি দিতাম.. ও আমাকে দেখলে হাসি দিত। এমন প্রায়ই.. যেতে যেতে আমাকে ক্লাশে জিজ্ঞেস করত আজ বিকেলে যাবে? তখন যে কি ভালো লাগত.. মাঝে মাঝে ক্লাশ টেষ্ট হলে ওর পাশাপাশি বসতাম.. ও আমার কাছে হেল্প চাইলে তো মাঝে মাঝে পুরোপুরি খাতাটাই দিয়ে দিতাম.. এভাবেই কাটতে থাকল দিন কাল.. ক্লাশ ৫ উঠলাম কিছু দিন যায়.. হঠাৎ একদিন আমার এক বান্ধবীর সাহায্যে ওকে একটা চিঠি দিলাম.. আর চিঠির মধ্যে এক মিনিমাম ১০টা ছিল ভুল.. আমার বন্ধু সেই চিঠি পড়ে ঠিক করে দিল.. তো চিঠির মধ্যে আমার নাম না লেখায় ও বুঝতে পারল না.. তবে আমার বান্ধবীকে বলল.. আমাকে চিঠি দিয়েছে, আমার মা শুনলে আমাকে বকবে..এই কথা শোনার পর আর কি..দুর থেকে ওকে আবার দেখা...একদিন হঠাৎ শুনি ও আর ওর ফ্যামিলী বিদেশে চলে আসবে.. কী করব? কী করব? যখন শুনলাম তখন যে কান্না.. তো সব বন্ধু বুদ্ধি দিল.. একটা ফুলের তোড়া গিফ্ট কর..আরেকজন বলল তাবিজ কর..তো আমি আর কিছু করি নাই..আমার বন্ধুরা মিলেই সব করেছে.. একজন তাবিজ কিনে এনেছিল.. আর কয়েকজন মিলে একটা ফুলের তোড়া বানিয়ে দিল.. রাস্তা দিয়ে যখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম তখনই.. পাশের এক দোকানে গান বাজছিল.."ও সাথী আমার, তুমি কেন চলে যাও.... কি দোষ করেছি, সে কথা বলে যাও".........কী ট্রাজেডি?? একবার চিন্তা  করেন তো দেখি??:|

তারপর আর কি...প্রতি বারের মত ১ ঘন্টা আগে গিয়ে বসে রইলাম ফুলের তোড়া হাতে.. আজ ও চলে যাবে স্কুলের শেষ দিন..ওকে আমি এটা গিফ্ট করব.. স্কুলের পাশেই রাস্তার কাছাকাছি..একটা পুকুর পারে এসে বসে রইলাম..ওর অপেক্ষায়?? আমি আর আমার বন্ধু... হঠাৎ দেখি ও আসছে... আসছে তো ঠিক কিন্তু স্কুল ড্রেস পড়া.. আমি বললাম ব্যপার কিরে..?? ও না আজ চলে যাবে.. তো স্কুল ড্রেস পড়েছে কেন? আমাদের কাছাকাছি যখন এলো.. আমাকে দেখেই একটা হাসি... তারপর স্কুলে চলে গেল.. তারপর দৌরে স্কুলে ভিতরে গিয়ে আমার বান্ধুবীকে পাঠালাম ওর খবর নিতে... আসলে  কিছুই না.. ও দুই দিন ওর মামা বাড়ী ছিল..কে যেন বলেছে ও ইটালি চলে যাবে...শুনে তো আমি পুরাপুরি নাই... আল্লাহ যেন আমার তাবিজকে মেনে নিয়েছে.. বিশ্বাস করবেন না..এতো খুশি লাগছিল তখন.. দুই দিন আমি ভাত খাই নাই.. আর কি.. এভাবেই চলছিল... দিন কাল। আমি সিক্সে উঠে চলে এলাম হোস্টেলে.. তখন দেখা সাক্ষাত আরো গেল কমে. এভাবেই চলে গেল তিনটা বছর... দুর থেকে তাকিয়ে থাকা.... তারপর চলে এলাম ইটালিতে... এরপর ...................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................


অবশ্য সত্যি বলতে কি?? মেয়েটাকে আমি পেয়েছি... আজো সে আছে..

১৬

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

ভাইরে উনিই কি আমাদের ভাবী? তাতো বললেন না। হলে জানাবেন big_smilebig_smile:D

১৭

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

আর্ রে মনি..
এই ব্যাপার তাহলে ....)+D
বেস্ট অফ লাক thumbs_up

১৮

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

জটিল। big_smile

মনি, দাওয়াত কবে খাবো?)+D

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১৯

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

দাওয়াত?? বিয়ে যেদিন করি সেদিন-ই..

এরপরের কাহিনী তো বলি নাই. আর সে আমার মনে আছে,.. আমি তাকে পেয়েছি আমার মনের মাঝে... smilesmile

২০

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।