টপিকঃ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জয় করে নিলো স্পেন অভিনন্দন স্পেন দলকে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফুটবল » বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জয় করে নিলো স্পেন অভিনন্দন স্পেন দলকে
অভিনন্দন স্পেন কে
কাবাডি খেলেও জিততে পারল না ডাচরা। স্পেন কে অভিনন্দন।
হে হে খেলা শেষ হতে না হতেই টপিক সম্পন্ন।
অভিনন্দন স্পেন কে প্রথম সেমিফাইনাল,প্রথম ফাইনাল এবং প্রথম চেম্পিয়নের জন্য।
স্পেনকে অভিনন্দন। তবে আজ খুবই বাজে রেফারিং হয়েছে।
কাবাডি
খেলেও জিততে পারল না ডাচরা।
ঠিক কইছেন। কিন্তু খেলাটায় কেমন যেন মন ভরেনি আমার তবে আমার ফেভারিট দুই দলের অন্যতম স্পেন জেতায় খুশি
হে হে খেলা শেষ হতে না হতেই টপিক সম্পন্ন।
হে হে হে খেলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই টপিক সম্পন্ন করেছি
তবে আজ খুবই বাজে রেফারিং হয়েছে।
সহমত।
ইয়াঈীঈীঈীঈ লা রোসা এসপানা!!!!
খুবই খুশি যদিও একটা সময় মনে হয়েছিল ধরে ধরে থাপ্পর দেই; গোলমুখের সামনে গিয়ে তাদের যত চিন্তা-ভাবনা চলে আসছিল...নইলে স্পানিয়ার্ডরা আরো গোল করত। হল্যান্ডও নিশ্চিত কতগুলি সুযোগ নষ্ট করেছে। আর ফাউল যা করেছে না ঐ 'অরেঞ্জ কিক' -এর কথা অনেকদিন মনে থাকবে
Congratualation spain.ma 1st fav iz brazil 2nd fav iz spain.(form mobile)
খেলাটা দেখার বড় ইচ্ছা ছিল। কিন্তু মরার ঘুম খেলা দেখতে দিল না। টিভি ছাইরা কখন যে খুমায় গেছি টেরই পাইনাই। যখন চোখ খুলি তখন দেখি স্পেনের খেলোয়ার ছাড়া মাঠে আর কেউ নাই। তখন বুঝলাম স্পেন জিতছে। ভাবছিলাম কাপ নিয়া কি করে দেখব। কিন্তু তাও দেখতে পারলাম না। আবার সেই ঘুমের আক্রমন। এবার চোখ খুলে দেখি ঘড়িতে সকাল ৯টা ৩৪মি। কি আর করা। অভিনন্দন স্পেনকে।
আমি মনে হয় আর্জেন্টিনা হারার পর যত কষ্ট পেয়েছিলাম তার চাইতে বেশি কষ্ট পেয়েছি নেদারল্যান্ড হারার কারনে ।
আর রেফারি, মনে হচ্ছিল শালার টাকে গুলি করি ।
ডাচরা তো প্রথমে রেস্টলিং খেলা শুরু করছিল
কি কন এইগুলা ?
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফুটবল » বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
০.০৭০০০৮৯৯৩১৪৮৮০৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.৭১৬৬৩৪৬৪৩২১৮ টি কোয়েরী চলেছে