টপিকঃ ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি
সম্মানিত সদস্যগণকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা ফোরামকে জনপ্রিয় করতে আমরা সর্বোচ্চ পোস্টারকে পুরস্কৃত* করার সিন্ধান্ত নিয়েছি। আগামী ২১ই ফ্রেব্রুয়ারী ঘোষনা দেয়া হবে কে বিজয়ী। এ সময়ের মধ্যে যে সর্বোচ্চ সংখ্যক পোস্ট করবেন তিনি এ পুরস্কার প্রাপ্ত হবেন। পুরস্কার হিসেবে থাকছে ৩০০ টাকার মোবাইল কার্ড*
। তাই বেশি বেশি পোস্ট করতে থাকুন আর বাড়িয়ে তুলুন আপনার পুরস্কার জেতার সম্ভাবনা।
* শর্তসমূহ:
১. এই ফোরামের সাথে সংশ্লিষ্ট কেউ পুরস্কারের জন্য বিবেচ্য হবে না।
২. মোবাইল কার্ড এর পরিবর্তে সমমূল্যের অন্য কিছু নেয়া যেতে পারে তবে তা অবশ্যই আমাদের জন্য সুবিধাজনক হতে হবে।
৩. সর্বোচ্চ পোস্টার হিসেবে একাধিক ব্যক্তি থাকলে, তাদের মধ্যে লটারি করে বিজয়ী নির্বাচন করা হবে।
৪. শুধুমাত্র পোস্ট বাড়ানোর জন্য অতি স্বল্প কথার পোস্ট গ্রহনযোগ্য নাও হতে পারে।
৫. এ বিষয়ে যাবতীয় ক্ষমতা ফোরাম কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং কর্তৃপক্ষের সিন্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
পরিবর্তন:
আমরা সত্যিই উল্লসিত যে, http://www.deshiportal.com সর্বোচ্চ পোস্টারকে একটি ১ গিগাবাইটের ফ্লাশ মেমরি দেয়ার ঘোষনা দিয়েছে। তাই আমাদের আগের ঘোষিত প্রতিযোগিতায় নিম্মলিখিত পরিবর্তন করা হচ্ছে:
১. প্রথম পুরষ্কার হিসেবে ৩০০ টাকার মোবাইল কার্ড এর পরিবর্তে থাকছে ১ গিগাবাইট ফ্লাশ মেমরি:cool:,
২. প্রতিযোগিতার মেয়াদ ২১ ফেব্রুয়ারী বদলে ২৮শে ফেব্রুয়ারী পর্যন্ত বাড়ানো হচ্ছে,
৩. ফ্লাশ মেমরির পরিবর্তে বিজয়ী অন্যকোন কিছু নিতে চাইল তা দেয়া সম্ভব হবে কিনা, তা বিজয়ীর নাম ঘোষনার পর বিবেচনা করা হবে,
৪. পূর্বের অন্যান্য শর্তসমূহ কার্যকর থাকবে।
উল্লেখ্য, দেশিপোর্টাল সারা বিশ্বের বাঙ্গালিদের বিনোদনের একটি অত্যন্ত জনপ্রিয় ওয়েবসাইট যার মাসিক হিট ৮ লাখের উপরে। ইন্টারনেটে বাংলাকে জনপ্রিয় করতে তারা ভবিষ্যতে এ ধরনের আরও ঘোষনা দেওয়ার অঙ্গীকারও করেছেন।
প্রজন্ম.কম ও এর সদস্যগনের পক্ষ থেকে দেশিপোর্টাল এর জন্য শুভেচ্ছা রইল।