Re: ভুভুজেলা নিষিদ্ধ হবে কবে?
হাঙ্গরিকোডার লিখেছেন:কিন্তু বিবিসি আবার কোথায় দেখায়? আমরা তো ইএসপিএন এ দেখি।
ঐডায় তো! বিবিসির স্পোর্টসের কোন চ্যানেল আছে মেন হয়! ঐডাতে দেখাইব! এখন এই চ্যানেল আবার কোনখানে থেইকা আবিষ্কার করমু!
সাইফ, বিবিসি স্পোর্টস্ এ দেখায়! ফাটাফাটি কোয়ালিটি! প্রায় HD মনে হয়েছে (৭২০পি রেজুলেশন মনে হয়েছে) তবে, জানি না কেন কালকের ব্রাজিলের খেলাটা দেখায় নি আর হ্যাঁ, ঐ ফালতু ভুভুজেলা টা ফিল্টার করে সম্প্রচার করার একটা চিন্তাভাবনা চলছে
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।