টপিকঃ পরামর্শ দরকার: উইন্ডোজ ৭ ব্যবহার করর কিনা?
ভাইজানেরা স্লামুআলাইকুম
অনেক স্ক্রিনসর্ট এবং রিভিউ পড়ার পর উইন্ডোজ সেভেন ব্যবহারের লোভ সামলাতে পারছি না! কিন্তু ব্যবহার করতেও সাহস হচ্ছেনা। কারণ, নিত্যনতুন সফটওয়্যারের যে হার্ডওয়্যার দরকার তা আমার কাছে নাই।
তাই আপনাদের অভিজ্ঞতা থেকে একটা পরামর্শ দিন: আমার পিসিতে উইন্ডোজ ৭ এর পারফরমেন্স কিরকম হবে।
বলে রাখা দরকার, আমি এখন উইন্ডোজ ভিসতা ব্যবহার করছি এবং আমার যতটুকু দ্রুততা লাগে তা পাই।
Hardware Configuration:
Processor: Intel celeron 2.66 GHz
Ram: DDR-2, 1 Gb (128 Mb shared)