সর্বশেষ সম্পাদনা করেছেন khmnrul (০৮-০২-২০১০ ১৩:০১)

টপিকঃ পরামর্শ দরকার: উইন্ডোজ ৭ ব্যবহার করর কিনা?

ভাইজানেরা স্লামুআলাইকুম
অনেক স্ক্রিনসর্ট এবং রিভিউ পড়ার পর উইন্ডোজ সেভেন ব্যবহারের লোভ সামলাতে পারছি না! কিন্তু ব্যবহার করতেও সাহস হচ্ছেনা। কারণ, নিত্যনতুন সফটওয়্যারের যে হার্ডওয়্যার দরকার তা আমার কাছে নাই।
তাই আপনাদের অভিজ্ঞতা থেকে একটা পরামর্শ দিন: আমার পিসিতে উইন্ডোজ ৭ এর পারফরমেন্স কিরকম হবে।
বলে রাখা দরকার, আমি এখন উইন্ডোজ ভিসতা ব্যবহার করছি এবং আমার যতটুকু দ্রুততা লাগে তা পাই।
Hardware Configuration:
Processor: Intel celeron 2.66 GHz
Ram: DDR-2, 1 Gb (128 Mb shared)

Re: পরামর্শ দরকার: উইন্ডোজ ৭ ব্যবহার করর কিনা?

এই মেশিনেই উইন্ডোজ ৭ চলবে, কোনো সমস্যা নাই। তবে ৩ডি, aero ইত্যাদি স্পেশাল ইফেক্টস বন্ধ করে রাখলে আরো ভালো পার্ফর্ম্যান্স পাবেন। এছাড়া সাইডবার গ্যাজেটস চালু না রাখলে ভালো। উইন্ডোজের বেসিক থীমটি ব্যবহার করুন।

Calm... like a bomb.

সর্বশেষ সম্পাদনা করেছেন কবির (০৮-০২-২০১০ ১৩:৫৮)

Re: পরামর্শ দরকার: উইন্ডোজ ৭ ব্যবহার করর কিনা?

Re: পরামর্শ দরকার: উইন্ডোজ ৭ ব্যবহার করর কিনা?

চলবে... অসুবিধা হওয়ার কথা না!
আমি ডুয়াল কোর ১ জিবি র‌্যামে চালিয়েছি!
কোন সমস্যা হয় নি... ডিফল্ট উইন থীম + এরো ইফেক্ট!  thumbs_up

Re: পরামর্শ দরকার: উইন্ডোজ ৭ ব্যবহার করর কিনা?

আমিও ১ জিবি র‌্যাম আর ১.৬ গিগাহার্টজ প্রসেসরে উইন্ডোজ ৭ চালিয়েছি অ্যারো থিমসহ। কিন্তু উনার গ্রাফিক্স কার্ড অ্যারো সাপোর্ট করবে কিনা সন্দেহ আছে।

Re: পরামর্শ দরকার: উইন্ডোজ ৭ ব্যবহার করর কিনা?

যতটুকু মনে হচ্ছে এরো চলবে না। আপনার গ্রাফিক্স কার্ড কি বিল্ট ইন ? যদি বিল্ট্ইন হয়, তবে মাদারবোর্ড মডেল কিংবা চিপসেট কোনটা একটু জানান, তাহলেই বোঝা যাবে সেভেনের এ্যরো চলবে কিনা। আর যতটুকু মনে হচ্ছে, হ্যা, আপনি ভিজ্যুয়াল এফেক্ট এর কারনেই সেভেনে আসতে চাচ্ছেন মূলত।

Re: পরামর্শ দরকার: উইন্ডোজ ৭ ব্যবহার করর কিনা?

উনি যেহেতু ভিস্তা ব্যাবহার করে নি:সন্দেহে আসতে পারবেন বলে মনে হয় আমার!  thumbs_up

Re: পরামর্শ দরকার: উইন্ডোজ ৭ ব্যবহার করর কিনা?

কোনো ব্যপারি না  thumbs_up  thumbs_up  thumbs_up  big_smile

আমি তো 1.86 Core Solo,512 DDR-2,128 শেয়ার্ডে surprised  surprised পুরা চালাইছি

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: পরামর্শ দরকার: উইন্ডোজ ৭ ব্যবহার করর কিনা?

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (০৮-০২-২০১০ ২২:০৪)

Re: পরামর্শ দরকার: উইন্ডোজ ৭ ব্যবহার করর কিনা?

১১

Re: পরামর্শ দরকার: উইন্ডোজ ৭ ব্যবহার করর কিনা?

১২

Re: পরামর্শ দরকার: উইন্ডোজ ৭ ব্যবহার করর কিনা?

না চালালে ভাল হবে। চলবে কিন্তু ধাক্কাধাক্কি করতে হবে। যার ফলে ৭ এর উপর বিরক্তি চলে আসবে।
আরো শক্তিশালী করার পর

১৩

Re: পরামর্শ দরকার: উইন্ডোজ ৭ ব্যবহার করর কিনা?

১৪

Re: পরামর্শ দরকার: উইন্ডোজ ৭ ব্যবহার করর কিনা?

১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন ovey (১৬-০২-২০১০ ২২:৫৮)

Re: পরামর্শ দরকার: উইন্ডোজ ৭ ব্যবহার করর কিনা?

১৬

Re: পরামর্শ দরকার: উইন্ডোজ ৭ ব্যবহার করর কিনা?

আরে ভাই চালান না। চালাইলে তো সব পরিস্কার হয়ে যাব। আপনি তো আর এটা টাকা দিয়ে কিনছেন না!

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত