Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
@tamim_lio, আপনার পোস্ট পড়ে আমি সত্যিই হো হো করে হেসেছি। সুন্দর একটা পোস্ট লিখেছেন, দিলাম একটা লেগু
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
@tamim_lio, আপনার পোস্ট পড়ে আমি সত্যিই হো হো করে হেসেছি। সুন্দর একটা পোস্ট লিখেছেন, দিলাম একটা লেগু
ভাই নতুন লিনাক্স ব্যবহারকারী। কারও পক্ষে - বিপক্ষে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
মাত্র তিন দিন হল লিনুক্স ব্যবহার করছি। এর getup দেখে তো আমি পাগল। এর মধ্যে প্রায় ৩০ ঘন্টা লিনুক্স নিয়ে ঘাটাঘাটি করেছি। আমার কাছে তো যথেষ্ট মজাই লাগছে। ভাবছি লিনাক্সকে আর ছাড়ব না। আচ্ছা এত ঝগড়া বিবাদ না করলেই কি নয়। games খেলার জ়ন্য windows ব্যবহার করলেই তো হয় (যেটা আমি করি)। যার জেটা ইচ্ছা সে সেটা ব্যবহার করলেই তো পারেন।
যাকে আজেন্টিনার খেলা ভালো লাগবে সে আর্জেন্টিনাকেই সাপোর্ট করবে। আর যার ব্রাজিলের খেলা ভালো লাগবে সে ব্রাজিলকেই সাপোর্ট করবে।
সেরকমই যার উইন্ডোজের ফিচারগুলো ভালো লাগবে সে উইন্ডোজ ব্যবহার করবে। আর যার লিনাক্স ভালো লাগবে সে সেটাই ব্যবহার করবে! এখানে তর্ক-বিতর্ক, ঝগড়া করে কি লাভ ভাই ?
আমিও তো একসময় মাইক্রোসফটের ভক্ত ছিলাম (এখনো আছি, থাকবো)। আমার নামই পরে গিয়েছিল মাইক্রোফাহিম!
আমাকে উইন্ডোজকে সহজ এবং আমার জন্য পারফেক্ট মনে হয় তাই আমি এটাই ব্যবহার করি! আর যাকে লিনাক্স পারফেক্ট মনে হবে সে সেটাই ব্যবহার করবে!
আমি এখন এক্সপি ব্যবহার করছি। কিন্তু ভালোবাসি সেভেনকে! কিন্তু আমার পিসির কনফিগারেশন জঘন্য খারাপ হবার জন্য আমি আপগ্রেড করতে পারছি না। আমার ফ্রীল্যান্সিং এর টাকাটা পেলেই আমি আমার পিসি আপগ্রেড করব এবং সেভেনে চলে যাব!
তবে আমাকে আই৬ রাখতেই হবে! কেননা সিএসএস এর কাজ করার সময় আই৬ এ তা টেষ্ট করতে হয়। আমি আশায় আছি আই৯ এর! আশা করি মাইক্রোসফট আমার আশা প্রতিফলিত করতে পারবে!
উইন্ডোজ বনাম লিনাক্স বিতর্ক- প্রজন্ম ফোরামের এই ব্যাপারটা/টপিকটা আমার খুব মজা লাগে । কয়েক সপ্তাহ/মাস পরপর এই টপিকটা খোলা হয়। এবং সাথে সাথে সবাই তর্কে ঝপিয়ে পরে।
আমার উইন্ডোজের প্রতি চরম আকর্ষন নেই। লিনাক্স এর প্রতিও নেই। এগুলো আমার কাছে শুধু একটা “টুল”-প্রয়োজনীয় টুল। আফটার অল,আমি ওগুলো বানাইনি বা ওগুলোকে রিপ্রেজেন্ট করিনা বা ওগুলোর প্রতি ইমোশনালি রিয়েক্টও করিনা।
অবশ্য, উইন্ডোজ বনাম লিনাক্স বিতর্ক’র কিছু কিছু ব্যাপারে আমি কনফিউসড! তাই আমার এই লেখা।
আমি একটি আঊটসোর্সিং(বিপিও) কোম্পানিতে এ্যাডমিন লেভেলে কাজ করছি অনেক বছর হলো। কোম্পানিটা আইটি রিলেটেড। আমরা বর্তমানে আমেরিকা আর জার্মানির কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমরা কানাডা,ইঊকে,অস্ট্রেলিয়ার কাজ পাবার চেষ্টা করছি। আমাদের অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে,আর প্রায় সত্তুর জন লোক কাজ করে। আমাদের কাজগুলো হয় সম্পুর্নরুপে কম্পিউটারের মাধ্যমে এবং রিয়েল টাইমে/লাইভ।
কথাগূলো লিখলাম কারনবশত।
আমি যতগুলো বাইরের ক্লায়েন্টের কাজ করেছি,তারা সবাই উইন্ডোজ ব্যবহার করে। আমার ক্লায়েন্টদের কাজ সাধারন মানের নয়। আমরা আমেরিকার পনেরটি স্টেটের মেডিকেল বিলিং থেকে শুরু করে কোডিং-সবটাই করি। এবং সবকিছু হয় উইন্ডোজ এনভাইরনমেন্টে।
আপনারা কি বলতে পারেন কেন তারা উইন্ডোজ ব্যবহার করে?
বাইরের দেশে কর্পোরেট লেভেলে লিনাক্স আসলে কতটা ব্যবহার করা হয় বা ভবিষ্যতে হবে?
আমরা যদি বাইরের দেশের আঊটসোর্সিং(বিপিও) এর কাজগুলো করতে চাই,তাহলে সেখানে লিনাক্স কতটা সাহায্য করবে? ইন্ডিয়া কি আঊটসোর্সিং(বিপিও) এর কাজগুলো লিনাক্স দিয়ে করছে? কতটা করছে?
বাইরের দেশের সাথে বানিজ্যিক/অর্থনৈ্তিক সম্পর্ক তৈরিতে লিনাক্স আমাদের কতটা সাহায্য করবে বা করছে?
আমি কি আমার ক্লায়েন্টকে বলতে পারি,আমি একজন লিনাক্স প্রেমিক,তাই তাকেও সবকিছু লিনাক্স দিয়ে করতে হবে?
আমরা যদি নিজের দেশের দিকে তাকাই,তাহলে কি দেখতে পাই? আমাদের দেশের কোম্পানিগুলো কি লিনাক্স ব্যবহার করছে নাকি উইন্ডোজ? বেশিরভাগ কোম্পানি কি উইন্ডোজ ব্যবহার করছে না?
এই রকম অবস্থায়,আপনারা যারা আজ,ভার্সিটি লেভেলে আছেন এবং ভবিষ্যতে চাকুরির জন্য ইন্টারভিউ দিবেন,তাদের জন্য কোনটা ব্যবহার করা সুফলদায়ক- উইন্ডোজ নাকি লিনাক্স?
আমাদের কোম্পানিতে যারা কাজ করে তাদের সংসার চালায়,তারা একসময় উইন্ডোজ শিখেছিল বলে আজ টাকা উপার্জন করতে পারে,কাজ পেয়েছে।
আপনারা কি কখনো অর্থনৈ্তিক দিকটার কথা ভেবেছেন? কিংবা, উইন্ডোজ বা লিনাক্স’র উপযোগিতা?
না!! আমি বলছি না, লিনাক্স বেহুদা একটা অপারেটিং সিস্টেম বা এর কোন উপযোগিতা নেই। আমি ব্যাক্তিগতভাবে লিনাক্স’র উন্নতি এবং বিস্তার চাই। আফটার অল,মাইক্রসফট মনোপলি বিজনেস করে। এবং লিনাক্স এর ভাল অপনেণ্ট।
কিন্তু সবকিছুর শেষে কথা থাকে। আমরা কোন পথে যাচ্ছি,কিংবা আমরা কি বিগ পিকচারটা দেখছি?শুধু গেম খেলা,টাইপ করা,ইন্টারনেট ব্রাউজ করার মাধ্যমে কি একটা অপারেটিং সিস্টেমের উপযোগিতা বা অনুপযোগিতা মাপা উচিত? নাকি আমাদের ব্যাক্তিগত বা দেশের অর্থনৈ্তিক উন্নতিতে কোন অপারেটিং সিস্টেম কি ভুমিকা রাখছে তাও বিবেচনা করা উচিত?
লিনাক্স এবং উবুন্টু কে নিয়ে আমি খারাপ কিছু বলি নাই !
তাই শুধু শুধু মাইক্রোসফট কে নিয়ে অযথা বাজে কথা বলবেন না । অনেকেই লিনাক্স এবং উবুন্টু নিয়ে মাতামাতি শুরু করছে তাই আমিও একটু মাইক্রোসফট নিয়ে মাতামাতি করলাম
। যদিও আমি মাইক্রোসফট এর সাপোর্টার তারপরও আপনাদের এরকটা কথা বলে রাখি যে গুগল আর মাইক্রোসফট ব্যবহার করবে না কারন মাইক্রোসফট এ সিকিউরিটি সমস্যা আছে !
খবরটা শুনে আপনারা খুশিই হবেন কারন আপনারা মাইক্রোসফট পছন্দ করেন না ! আমি ইচ্ছা করেই এই পোস্টটা করলাম একটু তর্কবিতর্ক করার জন্য ! যাই হোক , আমি শুধু একটা কথাই বলি যে মাইক্রোসফট চালানো থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
ওপেন অফিস খুলতে গেলে কিংবা কোন ফাইল ওপেন অফিসের মাধ্যমে খুলতে গেলে জাভা লোড হতেই মোটামুটি ভালো সময় নেয়।....
ঘটনা বুঝলাম না। অফিস সফটওয়্যারের সাথে জাভার এত গলায় গলায় ভাবের পেছনের কারণটা....
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
০.০৮৬০০১৮৭৩০১৬৩৫৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬০.৩৬১৩২৮৪১৭২১২ টি কোয়েরী চলেছে