Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
ইউনিবিজয় কিবোর্ড লেআউটই পাইলাম না
ইউনিজয় ও ইউনিবিজয়ের মধ্যে পার্থক্য কি সেইটাই কেউ আমারে কইলো না। খালি কয় ইউনিবিজয় নাই ইউনিবিজয় নাই। দয়া করে ইউনিবিজয় ব্যবহারকারি কেউ কি আমাকে sarim অ্যাট msdn.net.bd তে ইউনিবিজয় ও ইউনিজয়ের পার্থক্য ভাল করে বুঝায়ে একটা মেইল ফালাইতে পারেন ? তাহলে বানানোর দুঃসাহস করতাম।
। উবুন্তুর জন্য ভাইরাস বানায়া লাভ নাই তাই কেউ বানায় না।
হাগাপগে। পারলে তো
যারা লিনাক্স বেস্ট বইলা দাপাদাপি করতাছে তাদের বলি আপনে একটা দোকান দিয়া ব্যাবসা শুরু করেন লিনাক্স বেজড ও এস নিয়া শুধু এইটুকু বলব মোবাইলে গান তোলার ব্যাবসাও করতে পারবেন না
হা হা। আমাদের পাড়ার দোকানে কম্পোজ থেকে ছবি প্রিন্ট সব করে। পেন ড্রাইভ থেকে মিন্ট দেখে সে নিজে এখন লিনাক্স ইন্সটল করতে চায়। আশাকরি সে তার নিজের বিজনেস আমার চেয়ে ভালো বুঝে।
রিংটোনের জন্য কোন কোন মহা বিশাল টেকনোলোজি থাকা লাগে যা উইন্ডোজে আছে কিন্তু লিনাক্সে নাই ?
তাই ওপেনসোর্স নিয়া যারা তর্কাইতেছে তারা ইন্টারনেট ছাড়া অন্যকোন কাজ করে না।
নাহ । তারা খালি নেটে ঢুকে ফোরামে পোস্টের পিন্ডি চটকায়। আর কোন কাজ করে না।