টপিকঃ Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

বাংলাদেশে অনেকে Windows OS চালানো ছেরে দিয়েছে কারন একটাই, "পাইরেসি" !! এশিয়াতে বাংলাদেশ পাইরেসিতে এক নম্বর হয়েছে ! এর অন্যতম মূল কারন হলো বাংলাদেশে অধিকাংশ মানুষ cracked বা patched windows চালায় ! তাই অনেকেই বাংলাদেশিদেরকে ubuntu বা linux চালাতে উৎসাহিত করছে । এ নিয়ে নানান রকম কর্মশালাও চলছে । কিন্তু এখন কথা হল তারা কতটা সফল হবে ? সফল না হওয়ার সম্ভবনাই বেশি ! এর কারনো অনেক !

Microsoft Windows OS প্রায় সকল সফটওয়ারই সাপোর্ট করে । এছাড়া Microsoft Windows OS এর কোন সমস্যা হলে তা সহজেই সমাধান করা যায় । Microsoft Windows OS গুলোর আরো অনেক সুবিধা আছে ।

Microsoft Windows OS এর একটি বৈশিষ্ট্য এর কারনে এই OS অন্য সকল OS থেকে আলাদা । আর বৈশিষ্ট্যটি হলো এর Gaming technology ! Microsoft Windows OS প্রায় সকল Game ই সাপোর্ট করে । কিন্তু অন্যান্য OS গুলো Game চালানোর জন্য তেমন সুবিধাজনক নয় । তাই অধিকাংশ গেমাররাই Microsoft Windows OS ব্যবহার করে । Microsoft এর Direct x technology গেম খেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন । Microsoft এর নতুন Direct x 11 technology Microsoft Windows Vista service pack 2 এবং 7 এর সাথে পাওয়া যাচ্ছে । এছাড়া Microsoft, Intel, nVidia, ATI এর মত বড় বড় প্রতিষ্ঠানগুলোর দিরঘো পরিশ্রমের ফলে এখন Microsoft PC Gaming System, Gaming Console গুলো এর মতই শক্তিশালী Gaming system এ পরিণত হয়েছে । বাংলাদেশে অনেক গেমার রয়েছে । তাদেরকে Microsoft থেকে বিরত রাখা কি সম্ভব হবে ?!

এছাড়া Microsoft Windows OS এর এন্টারটেইন্টমেন্ট technology অতুলনিয় !

সুতরাং আমাদের বিকল্প রাস্তা খোজা উচিত !তা না হলে বাংলাদেশকে তার এ অবস্থান থেকে নামানো সম্ভব হবে না !

সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (০৩-০৬-২০১০ ২২:৩২)

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

লিনাক্স ব্যবহার করুন-------
     কম্পিউটার থাকুক ভাইরাসমুক্ত,
     দেশ থাকুক দূর্নীতিমুক্ত।

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

যেইসব বাচ্চারা গেম খেলব তাগো জন্য জানালা। তবে চিন্তার কিছু নাই, কমারশিয়াচ গেমিং ইজ কামিং টু লিনাক্স। লোকি সফটওয়ারের মত আরো কম্পানি আসুক। আইডি সফটওয়ারের পদাঙ্ক অন্য কম্পানিগুলাও অনুসরন করুক।

কাজের জন্য উইন্ডোজ ফালতু। যেমন ছোট উদাহরন দেই, QT Creator উইন্ডোজে চলতে যতক্ষন টাইম লাগে আর কম্পাইলের জন্য যত টাইম লাগে, লিনাক্সে ৫ বার করা হয়ে যায়।
ভিজুয়াল স্টুডিও ডট নেট যত স্লো বার রে বাপ। তার থাইক্কা আমার লিনাক্সে মোনো ডেভেলপ অনেক ভালো, ভিজুয়াল জিটিকে ক্রিয়েটর ও আছে।
নেটবিনসও সেইরকম স্লো চলে জানালাতে। ফাউল।

বিনোদনের জন্য,
জানালা সেভেনে আমি ভিডিও চালাইলেই ৫ মিনিট পরে হ্যাং করে। ফুল স্ক্রিন করলে ফেটে যায়। গেম খেলন তো দুরের কথা। এনভিডিয়ার সাইট থেকে ড্রাইভার আপডেট করলে গিয়া ঠিক হয়।
লিনাক্সে ভিডিও চালানোর জন্য গ্রাফিক্স কার্ডের ড্রাইভার লাগে না। এমনিতেই সুন্দর চলে।

ওদিকে উইন্ডোজে কিউটি ক্রিয়েটর , ভিজুয়াল স্টুডিও, নেটবিনস চালালে ব্যাকগ্রাউন্ডে গান বাজালে থাইক্কা থাইক্কা গান আটকাইয়া যায়। সেখানে লিনাক্সে কতকিছু চালাইয়া রাখি সব পুরাদমে চলে।

আর কেডিই এর সাথে জানালার চেহারাসুরতের তুলনা কইরেন একবার।

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

______________________
লিনাক্সের জগতে প্রবেশের প্রচেষ্টা চলছে।

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

আচ্ছা উনি কি লিনাক্স সম্পর্কে জানতে চেয়েছেন? ghusi
যাই হোক... গেমিং এর জন্য এবং অফিস প্রোগ্রামের জন্য উইন্ডোজের বিকল্প নাই!  big_smile
অফিস ২০১০ রক্স!   thumbs_up

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি - যখনই কেউ উইন্ডোজের তারিফ করে তখনই লিনাক্স ব্যবহারকারীরা লিনাক্সকে "জনপ্রিয়" করে তোলার জন্য যেন উঠে পড়ে লাগেন। যেমন এখানেও তুমুল বিতর্ক শুরু হয়ে গেছে। অবশ্য এটা অস্বাভাবিক কিছু নয়। আমার পছন্দের জিনিস সম্পর্কে কেউ কিছু বললে আমিও জবাবে কিছু বলবো, এটাই স্বাভাবিক।

তবে আমার মতে, ব্যবহারযোগ্যতা দেখা উচিত সবার আগে। (আবারও বলে রাখি আমি লিনাক্স ব্যবহারকারীদেরকে আঘাত দিতে চাই না।)  যেমন: লিনাক্স দিয়ে যদি অফিস ২০১০ চালানো না যায় তাহলে কম্পোজের দোকানে লিনাক্স কিভাবে ব্যবহৃত হবে? বুঝলাম ওপেনঅফিস আছে, কিন্তু আমার কোনো ক্লাসমেট যদি আমাকে একটা docx ফরম্যাটের ফাইল দিয়ে বলে ওটাতে যেসব বানান ভুল আছে সেগুলো ঠিক করে দিও, তখন?

ডেভেলপার হলে এক কথা, কিন্তু লিনাক্স সাধারণ ব্যবহারকারীদেরকে কি দিতে পেরেছে সেটাও কি দেখার বিষয় নয়? এজন্য লিনাক্সকে সহজ হতে হবে, আরো ব্যবহারযোগ্য হতে হবে।

আমি এটা বলবো না লিনাক্স বস্তাপচা একটা ওএস (কারণ আমি WinZip cracked version এর চাইতে ওপেন সোর্স 7zip চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করি।) কিন্তু এটা তো ঠিক - যে লিনাক্স চালাতে গেলে যেসব কাজ করতে হয়, বেসিক ইউজাররা এত মারপ্যাচ বোঝে না। আমার বিশ্বাস লিনাক্স একদিন জনপ্রিয় হবেই - কিন্তু সেটা আজ-কালের মধ্যে হচ্ছে না - এটা সিওর।

১০

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

লিনাক্স ব্যবহার করুন-------
     কম্পিউটার থাকুক ভাইরাসমুক্ত,
     দেশ থাকুক দূর্নীতিমুক্ত।

১১

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

১৩

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

১৪

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

১৫

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

পুরান প্যাচাল  hairpull

১৬

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (০৪-০৬-২০১০ ১৭:৫৯)

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

আরে! এভিআই ফরম্যাট ভাই যে! লং টাইম নো সী! shame অনেকদিন পরে ফোরামে আসলেন।  hug  তা দিনকাল কেমন কাটছে ইদানীং? লেটেস্ট মডেলের ভাইরাস-মাইরাস কি কি বানাইলেন একটু দেখান না?  isee dream

Calm... like a bomb.

১৮

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

যত সব পেচাল

আরে ভাই তোমাগো কি মাইকোসফট আর লিনাক্স টাকা দেছে এই সব ফউল টপিক খুলার জন্য? angry angry angry angry

নেক্ট টাইম এই ধরনের টপিক দেখলে সবাই রে মাইনাস দেব  whats_the_matter

যার যেটা ইচ্ছা সে সেটা ব্যবহার করবে। সেটা চুরি করে হোক আর ..............................................
এতে তর্ক এর কি আছে?

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৯

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

২০

Re: Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !

লিনাক্স ব্যাবহার করব কোন সমস্যা নাই কিন্তু আজ পর্যন্ত ইউনিবিজয় কিবোর্ড লেআউটই পাইলাম না এগুলা তৈরি করা বাদ দিয়া যত সব ঝগড়া। উবুন্তুর জন্য ভাইরাস বানায়া লাভ নাই তাই কেউ বানায় না। যারা লিনাক্স বেস্ট বইলা দাপাদাপি করতাছে তাদের বলি আপনে একটা দোকান দিয়া ব্যাবসা শুরু করেন লিনাক্স বেজড ও এস নিয়া শুধু এইটুকু বলব মোবাইলে গান তোলার ব্যাবসাও করতে পারবেন না। র‌্যানডম কাজের জন্য লিনাক্স এখনো প্রস্তুত হয় নি। তাই ওপেনসোর্স নিয়া যারা তর্কাইতেছে তারা ইন্টারনেট ছাড়া অন্যকোন কাজ করে না। অবশ্য ইন্টারনেট ব্যাবহারের জন্য লিনাক্স ভাল।