টপিকঃ Microsoft Windows OS থেকে বিরত থাকা সম্ভব নয় ! !
বাংলাদেশে অনেকে Windows OS চালানো ছেরে দিয়েছে কারন একটাই, "পাইরেসি" !! এশিয়াতে বাংলাদেশ পাইরেসিতে এক নম্বর হয়েছে ! এর অন্যতম মূল কারন হলো বাংলাদেশে অধিকাংশ মানুষ cracked বা patched windows চালায় ! তাই অনেকেই বাংলাদেশিদেরকে ubuntu বা linux চালাতে উৎসাহিত করছে । এ নিয়ে নানান রকম কর্মশালাও চলছে । কিন্তু এখন কথা হল তারা কতটা সফল হবে ? সফল না হওয়ার সম্ভবনাই বেশি ! এর কারনো অনেক !
Microsoft Windows OS প্রায় সকল সফটওয়ারই সাপোর্ট করে । এছাড়া Microsoft Windows OS এর কোন সমস্যা হলে তা সহজেই সমাধান করা যায় । Microsoft Windows OS গুলোর আরো অনেক সুবিধা আছে ।
Microsoft Windows OS এর একটি বৈশিষ্ট্য এর কারনে এই OS অন্য সকল OS থেকে আলাদা । আর বৈশিষ্ট্যটি হলো এর Gaming technology ! Microsoft Windows OS প্রায় সকল Game ই সাপোর্ট করে । কিন্তু অন্যান্য OS গুলো Game চালানোর জন্য তেমন সুবিধাজনক নয় । তাই অধিকাংশ গেমাররাই Microsoft Windows OS ব্যবহার করে । Microsoft এর Direct x technology গেম খেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন । Microsoft এর নতুন Direct x 11 technology Microsoft Windows Vista service pack 2 এবং 7 এর সাথে পাওয়া যাচ্ছে । এছাড়া Microsoft, Intel, nVidia, ATI এর মত বড় বড় প্রতিষ্ঠানগুলোর দিরঘো পরিশ্রমের ফলে এখন Microsoft PC Gaming System, Gaming Console গুলো এর মতই শক্তিশালী Gaming system এ পরিণত হয়েছে । বাংলাদেশে অনেক গেমার রয়েছে । তাদেরকে Microsoft থেকে বিরত রাখা কি সম্ভব হবে ?!
এছাড়া Microsoft Windows OS এর এন্টারটেইন্টমেন্ট technology অতুলনিয় !
সুতরাং আমাদের বিকল্প রাস্তা খোজা উচিত !তা না হলে বাংলাদেশকে তার এ অবস্থান থেকে নামানো সম্ভব হবে না !