Re: ছবির ধাঁধাঁ - ১৩
পার্থক্য
১. টিনটিনের ডান পা (জুতা)-এর অবস্থান/দিক
২. বামদিকের গাড়ীর বাম্পার এবং টিনটিনের পায়ের দূরত্ব।
৩. গাড়ীর হেডলাইটের রং
৪. গাড়ীর খোলা দরজার জানালার কাঁচের দাগ
৫. গাড়ীর নিচের রাস্তায় দাগ
৬. গাড়ীর সামনের ডানচাকার মাঝখানের নীলচে অংশের আকার
৭. গাড়ীর ড্রাইভারের পাশের জানালা দিয়ে দেখা যাওয়া ড্রাইভারের সিটের উপরের অংশ
৮. টিনটিনের ডান পায়ের সামনে রাস্তার দাগ
৯. গাড়ীর ড্রাইভারের মাথার ক্যাপের আকার (উচ্চতা)
১০. গাড়ীর খোলা দরজার উপরের অংশে পাল্লার পুরুত্ব (এজন্য টিনটিনে মাথা থেকে এটার দূরত্ব আলাদা দেখাচ্ছে)
১১. রিজার্ভ চাকা আর খোলা দরজার ভাজের মাঝের অংশটুকু (বামছবিতে ট্যানজেন্সিয়াল অংশটা বেশি চওড়া দেখাচ্ছে)