টপিকঃ সিলেট-মৌলভীবাজার যাতায়াত বিষয়ক তথ্য চাই....জরুরী
UNICEF এর কনসালট্যান্ট একটা CA ফার্ম এর হয়ে কর্মসূত্রে সিলেট-মৌলভীবাজার যাচ্ছি। জীবনে প্রথমবারের মতো একা ঢাকার বাইরে যাচ্ছি। তাই অনেক তথ্য দরকার। আমি যাবো প্রথমে সিলেট। তারপর মৌলভীবাজার সদর। এরপর মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা যথাক্রমে - রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি ও বরলেখা।
আগামী রবিবার ১৬ তারিখ সকালে আমাকে সিলেট পৌছতে হবে। বাস বা ট্রেনে কিভাবে যাওয়া যায়, ভাড়া, দূরত্ব ইত্যাদি সম্পর্কে তথ্য দরকার। প্রত্যেকটা জায়গায় রাতে আমাকে থাকতে হবে, ওখানকার হোটেল-আবাসনের কি ব্যবস্থা সেটাও জানা দরকার। কেউ জানলে জানাবেন প্লিজ। অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি।