Re: চিত্রমালা
হুমম......ছবিটা সত্যিই সুন্দর লাগছে।
রক্তের গ্রুপ: B(-)
Re: চিত্রমালা
একটু ক্রিটিক্যালি রিভিউ করি:
ছবিটা ভাল তবে ব্যালান্সের অভাব আছে। অনেকটা "হেড হেভি" মনে হচ্ছে।
কেন মনে হচ্ছে:
-------------
১. ছবির আসল ফোকাস কোথায় তা একজন (স্বঘোষিত) রিভিউয়ার হিসেবে আমার কাছে পরিস্কার নয়
২. যদি নিচের দুইটা ছোট (চন্দ্রমল্লিকা নাকি?) ফুল গাছ ফোকাস হয়ে থাকে তাহলে পেছনের বিল্ডিং এবং মূলত: ফুলের টবটা ছবির ব্যালান্স নষ্ট করেছে।
৩. যদি রঙ্গন গাছটা উদ্দেশ্য করে থাকেন তাহলে .. (মনে হয় তা করেন নি)
কী করা যেত:
----------
১. ছবিটা দেখে মনে হচ্ছে ভর দুপুরে তোলা। তাই যদি হয়ে থাকে তাহলে ছবির এ্যাঙ্গেল পরিবর্তন করে তোলা যেত। সেক্ষেত্রে আলোর অভাব হলে ফ্ল্যাশ দেয়া যেত।
২. দুপুরের রোদে ফ্ল্যাশ দিয়ে ছবি তোলা একটা বিশেষ কৌশল। এতে খুবই ভাল ছবি পাওয়া যায়।
বি.দ্র. একান্তই নিজস্ব মতামত। আমার এক শিক্ষকের মতে-- যে কোন পেপারই (যদিও এটা একটা ছবি মাত্র) ক্রিটিক্যালি রিভিউ করতে হয়। আমি সেই খড়গ ভুল ভাবে ব্যবহার করে থাকলে নিজ গুনে..