২ ১২-০৭-২০০৭ ১৭:১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (১৪-০৭-২০০৭ ০৯:১৭)
Re: ছবির ধাঁধাঁ - ১০
১. টিনটিনের মাথার পেছনে লাইটের খাঁচার গ্রীল
২. কুকুরের পেছনের ডান পা
৩. নাবিকের বাম চিপ (কানের পাশের চুল)
৪. নাবিকের ক্যাপের মেডালের আকার/অবস্থান
৫. টিনটিনের জামার ডান বগলের ভাঁজ
৬. টিনটিনের বাম চোখের অবস্থান
৭. নাবিকের বাম হাতের কোটের ফাক দিয়ে দেখা যাওয়া শার্ট
৮.
৯.
১০.
Re: ছবির ধাঁধাঁ - ১০
পাঁচটা পার্থক্য মিসিং।
দুইটা সহজ পার্থক্য মিসিং।
Re: ছবির ধাঁধাঁ - ১০
Re: ছবির ধাঁধাঁ - ১০
পার্থক্যসমূহ -
১. নাবিকের কানের পাশের চুলের আকার।
২. নাবিকের শার্টের সাদা হাতা বাম ছবিতে নেই।
৩. নাবিকের পায়ের অবস্থান দুই ছবিতে দু'রকম।
৪. কুকুরের পেছনের পা ডান ছবিতে নেই।
৫. কুকুরের নাকের আকার দুই ছবিতে ভিন্ন।
৬. টিনটিনের জামার দাগের অবস্থান।
৭. টিনটিনের চোখের অবস্থান।
৮. টিনটিনের পোশাকে হাতার পাশের দাগের দৈর্ঘ্য।
৯. পেছনের লাইটের কভার সোজা ও উল্টো।
১০. নাবিকের টুপিতে লোগোর সাইজ।