টপিকঃ বাংলা দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই
আমি কন্ট্রোল প্যানেল থেকে দেখলাম প্রতিদিন প্রচুর ভিজিটর আমাদের ফোরামে আসেন। কিন্তু তারা সকলে সদস্য হয় না। কারণ কি বাংলা লেখার ভয়? ভয়ের কিছু নেই। বাঙ্গালি হিসেবে তো আমাদের বাংলা লেখা শিখতেই হবে। তাই না?
তবুও নতুনদের জন্য কয়েকটি বিষয়ে পরিবর্তন আনছি। যেমন:
১. ডিফল্ট সেটিংস হিসেবে টেক্সবক্সে বাংলার পরিবর্তে ইংরেজি লেখার ব্যবস্থা রেখেছি।
২. কেউ যদি বাংলা লিখতে না পারেন তাহলে আপাতত ইংরেজিতেই লিখুন। তবে Bangla Help সেকশন থেকে বাংলা দেখাটা নিশ্চিত করুন। [Click Bangla Help link at top of this window if you can't read Bangla here]
৩. বাংলা লিখতে চাইলে নিচের দুটি বাটন থেকে প্রযোজ্য বাটনে ক্লিক করুন। ফোনেটিক ব্যবহার করার জন্য Change to Phonetic বাটনে ক্লিক করুন। সাহায্যের জন্য http://forum.projanmo.com/t136.html লিঙ্কে ক্লিক করুন। আর বিস্তারিত কীবোর্ড লেআউট পাওয়ার জন্য http://phpxperts.net/phonetic/example.html লিঙ্কে ক্লিক করুন।
নতুনদের জন্য এটিই সহজ ও সর্বোত্তম পদ্ধতি।
আপনি যদি বিজয় পদ্ধতি ব্যবহার করতে লিখতে চান, তাহলে Change to Unijoy বাটনে ক্লিক করুন। বিস্তারিত সাহায্যের জন্য Unijoy Help লিঙ্কে অথবা http://forum.projanmo.com/custom/bangla_help.htm লিঙ্কে ক্লিক করুন।
৫. যেকোন পদ্ধতি ব্যবহারের সময় ইংরেজি লেখার প্রয়োজন হলে English/Bangla বাটনে ক্লিক করুন। আবার বাংলা লিখতে পুনরায় একই বাটনে ক্লিক করুন।
৬. কোন এক পদ্ধতি দিয়ে বাংলা লিখতে সমস্যা হলে, অন্য পদ্ধতি ব্যবহার করে যাচাই করুন। সমস্যা-সমাধান বিভাগে আপনার উদ্ভুত সমস্যাটি অনুগ্রহ করে আমাদের জানান।
ধন্যবাদ