টপিকঃ দেখে এলাম খোজ-দি সার্চ
গত দুই /আড়াই বছর আগে প্রথম আমি দি সার্চ এর বিশাল পোস্টার দেখেছিলাম গাবতলি মোড়ে । বাস থেকে দেখে জানতে ইচ্ছে হছিল এটা কি সিনেমা নাকি মিউজিক ভিডিওর পোস্টার নাকি অন্য কিছুর পোস্টার । তার প্রায় প্রায় এক বছর বছর পর জানতে পারি, একটি সিনেমা যা বিদেশে সুটিং হয়েছে - বিগ বাজেট মুভি । অনেক দিন আশা ছিলো সিনেমা টি দেখার। যা আজ পূরন হল।
আজ বিকেলে গিয়েছিলাম বালাকা তে সিনেমাটি দেখাতে। পিছনের দিকে সিট পেয়েছিলাম এবং হাউসফুল হয়ে সিনেমাটি শুরু হলঃ
নায়ক অনন্তকে বাংলাদেশ সিক্রেট সার্ভিসের(BSS) এক মিশনে ভিলেন নিনোকে ধরতে বলা হয়, কমান্ডো স্টাইলে এক দফা ইফেক্ট এখানে দেখানো হয়, যাহোক অনন্ত ধরা পড়ে যায়। তাকে অত্যাচারের মাধ্যমে ব্রেন ওয়াশ করানো হয়, পরবর্তীতে তাকে এক প্রভাবশালী লোকের শিশু কন্যাকে হত্যা করার মিশন দিলে তাতে সে ফেইল হয় । তার পর ইন্টারভেল । এর পর আসে আসল নাইকা বর্ষা । সে বাংলাদেশের এক ডনের বোন। এভাবে এগোতে থাকে কাহিনি ।
কাহিনি শেষ হয়েও হয় নি শেষ , দি সার্চ- ২ দেখার অপেক্ষায় রইলাম।
ভালো দিকঃ
এই প্রথম আমি বাংলা সিনেমার এমন এত ভালো কুয়ালিটির প্রিন্ট দেখলাম । খুবই সুন্দর ভিডিও এডিট করা হয়েছে প্লাস ডিজিটাল সাউন্ড। ফাইটিং অসাধারণ। গানের লোকেশন গুলি ও গানও সুন্দর হয়েছে। ডঃ এজাজ অভিনয় জটিল করেছেন (তার নাম মাস্টার), তিনি ভিলেন হয়েছে । 50-50 চরিত্র ও ভাল অভিনয় করেছে।
সমালোচনাঃ বিদেশে সুটিং কি যে দেখাল তাই বুঝলাম না (২ মিনিটের বেশী না ) । নাইকা বেচে আছে না মরে গেছে তাই বুঝলাম না ।আর নায়ক রে পাইলে আমি শুদ্ধ বাংলা শেখাতাম ।
তাও বলবো সিনামা হলে গিয়ে এই সুন্দর সিনেমা দেখে আরো ভাল বাংলা সিনেমা বানাতে সাহায্য করবেন। সিনেমা পরিবার কে নিয়ে দেখার মত (থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর চেয়ে ভাল , লিভিং টিভিং নাই )।
আমার রেটিং ৮.৫ /১০ (ইংরেজি সিনেমার সাথে দয়া করে কেউ তুলনা করবেন না - ইংরেজি সিনেমায় সেই ধরনের বাজেট থাকে)
তবে আর দেরী না করে কালকেই দেখে আসুন খোজ-দি সার্চ