Re: গিম্প টিউটোরিয়াল [স্পেশাল ইফেক্ট]
!# লিখেছেন:আমিতো তাই বলি। সাধারন কাজের জন্য ফটোসপ দরকার নাই। গিম্পি যতেষ্ট। ফটোসপ লাগে অসাধারন কজের জন্য।
ফটোসপে আপনার করা কিছু অসাধারন কাজের নমুনা দেখার জন্য মন আনচান করছে। আশাকরি হতাশ করবেন না।
আমার কাজ আপনাদের দেখে কোন লাভ নাই। সময় হোক টিউটেরিয়াল দেব। আর আমি কোথাও বলি নাই যে আমি ফটোসপের খুব ভাল কাজ পারি। তবে আমি ফটোসপেই কাজ করি।
এভাটার ছবিটা নিশ্চই দেখেছেন। এই মুভির কনসেপ্ট আর্ট এবং টেক্চার ডিজাইনে ফটোসপ ব্যবহার করা হয়েছে।
এভাটার মুভিতে সেসব সফট ব্যবহার করা হয়েছে:
Autodesk Maya
Pixar Renderman for Maya
Autodesk SoftImage XSI
Luxology Modo (model design, e.g. the Scorpion)
Lightwave (low-res realtime environments)
Houdini (unknown area)
ZBrush (creature design)
Auodesk 3ds max (space shots, control room screens and HUD renderings)
Autodesk MotionBuilder (for real-time 3d visualisations)
Eyeon Fusion (image compositing)
The Foundry Nuke Compositor (previz image compositing)
Autodesk Smoke (color correction)
Autodesk Combustion (compositing)
Massive (vegetation simulation)
Mudbox (floating mountains)
Avid(video editing)
Adobe After Effects (compositing, real-ime visualizations)
PF Track (motion tracking, background replacement)
Adobe Illustrator (HUD and screens layout)
Adobe Photoshop (concept art, textures)
Adobe Premiere (proofing, rough compositing with AE)
many tools developed in-house
http://www.twin-pixels.com/software-use … of-avatar/
এর মধ্যে কোথাও গিম্পের নাম নাই।
আমি এখনি ক্যামেরুনকে ফোন করে দিচ্ছি, যেন তার পরের মুভিতে ফটোসপের বদলে গিম্প ব্যবহার করে।