২১

Re: ঢাকা কলেজে ভর্তি

পৃথি লিখেছেন:

আর ফিজিক্সের একজন স্যার আছে রেজা নামে।

বাবারে, লজিকটা তো বুঝতে হবে... ভেরি সিম্পল... ভেএএরি সিম্পল tongue

ঢাকা কলেজে ট্রান্সফার হয়ে খুব ভাল কাজ করেছ। মনে হয় না এর জন্য কোন আফসোস করতে হবে। বরং সিটি কলেজে থাকলেই হয়তো আফসোস করা লাগত বেশি। রেজা-ওয়ালিউল আর দুই একজন টিচারের জন্য টিচার জাতটার প্রতি আমার এক ধরণের বিতৃষ্ণা জন্মে গেছিল। ভার্সিটিতে এসে এখানকার টিচারদের আন্তরিকতা আর ভাল ব্যবহার পেয়ে সেটা বদল হয়েছে। কিন্তু রেজা-ওয়ালিউলের প্রতি কোন মহব্বত কোনদিনও জন্ম নেবে বলে মনে হয় না। টেস্ট পরীক্ষার আগে এদের অত্যাচার এত বেশি বেড়ে গিয়েছিল যে আমাদের সেকশনের ছেলেপেলে প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল টেস্টের পরে এদের কাউকে বাটে পেলে পেটাবে। ব্যাপারটা শুনতে খারাপ লাগলেও সিটি কলেজের নব্বই ভাগ ছেলেমেয়ের মধ্যে এরকম ইচ্ছা আছে, অন্তত সায়েন্স ডিপার্টমেন্টের।

২২

Re: ঢাকা কলেজে ভর্তি

আজ কে বাসে করে নীলক্ষেতে যেতে বাসের মধ্যে এটা পেলাম...
http://img413.imageshack.us/img413/8159/rahat004.jpg

brokenheart  brokenheart  brokenheart

২৩

Re: ঢাকা কলেজে ভর্তি

হয় সিটি কলেজ নাইলে আইডিয়াল কলেজের পোলাপাইনের কাজ

২৪

Re: ঢাকা কলেজে ভর্তি

রাহাত লিখেছেন:

আজ কে বাসে করে নীলক্ষেতে যেতে বাসের মধ্যে এটা পেলাম...
http://img413.imageshack.us/img413/8159/rahat004.jpg

brokenheart  brokenheart  brokenheart

দারুন জিনিষ তো  big_smile big_smile

কমরেড পৃথি'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২৫

Re: ঢাকা কলেজে ভর্তি

কমরেড পৃথি ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই। আপনার ফেইসবুক আইডিটা জানালে ভালো হতো... খুব কৃতজ্ঞ থাকব।