টপিকঃ ধাঁধা ২
মনি আর সীমাকে একটি বন্ধ ঘরে মৃত অবস্থায় মাটিতে পড়ে থাকতে পাওয়া যায়।
তাদের চারপাশের অসংখ্য কাঁচের টুকরো আর মেঝেতে পানি পাওয়া যায়।
ঘরে আসবাব পত্র বলতে ছিল কেবল একটি বিছানা আর একটা সেলফ।
ঘরে আর কোনো কিছুই ছিলো না।
ঘরটি একটি প্রত্যন্ত অঞ্চলে ছিল। বাসার পাশ দিয়ে একটা রেল লাইন চলে গেছে।
এছাড়া দূর দুরান্ত পর্যন্ত কিছুই ছিল না।
প্রশ্ন হলঃ মনি এবং সীমা কেমনে মারা গেল?
না পারলে অতিরিক্ত ক্লু দেয়া হবে
আর কেউ উত্তর জানলে color#dddddd দিয়ে দিয়েন