টপিকঃ শোয়েব মালিককে বিয়ে করতে যাচ্ছেন সানিয়া মির্জা
কিছু দিন আগে নিজের বাগদান ভেঙে দিয়েছিলেন সানিয়া মির্জা। বাগদান ভাঙার সময় তিনি বলেছিলেন, বাগদত্ত স্বামীর সঙ্গে তাঁর মানসিক দূরত্বের কথা। কিন্তু এবার তিনি মানসিক দূরত্বকে দূরে ঠেলে দিতেই হয়তো নতুন করে বাগদত্তা হলেন এমন একজনের, যিনি ক্রীড়াবিদ সানিয়া এবং তাঁর তারকা সত্তাকে সবচেয়ে ভালো বুঝতে পারবেন। কারণ তিনি নিজেও একজন ক্রীড়াবিদ এবং একজন তারকা। সানিয়া মির্জার সেই বাগদত্ত আর কেউ নন, তিনি পাকিস্তান ক্রিকেটের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারত ও পাকিস্তানের এই দুই তারকা আগামী মাসের কোনো এক সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।
রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তিক্ত এই দুটি প্রতিবেশী দেশের শীর্ষ দুই তারকা ক্রীড়াবিদের বিয়ে সংগত কারণেই একটি কৌতূহলোদ্দীপক বিষয়। শোয়েব মালিক ও সানিয়া মির্জা দুজনই তারকা ও ক্রীড়াক্ষেত্রে নিজ নিজ দেশকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদ। তবে তাঁদের পারিবারিক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, এই দুই তারকা ক্রীড়াবিদ অনাড়ম্বরভাবেই নিজেদের বিয়ের ব্যাপারটি সারতে চান।
খবরটা অবশ্য প্রথম ছড়িয়েছে পাকিস্তান থেকেই। সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিয়ের খবরে তোলপাড় শুরু হয় পাকিস্তান ও ভারতের ক্রীড়াঙ্গনে। শোয়েব মালিক নিজেই টুইটারে স্বীকার করেন ঘটনার সত্যতা। তিনি বলেন, ‘সানিয়াকে বিয়ের ব্যাপারটি সত্য। ইনশাল্লাহ, আমরা এপ্রিলেই বিয়ে করতে যাচ্ছি।’ এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে মেয়ে সানিয়া মির্জার বিয়ের কথা জানিয়ে দিয়েছেন সানিয়ার বাবা ইমরান মির্জা।
ভারত ও পাকিস্তানি তারকাদের পরস্পরকে বিয়ে করার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে আশির দশকে পাকিস্তানের অন্যতম সেরা তারকা ক্রিকেটার মহসিন খান বিয়ে করেছিলেন ভারতীয় অভিনেত্রী রীনা রায়কে। রীনা রায় নাম বদলে রীনা খান হলেও সেই বিয়ে টিকেনি।
সানিয়া মির্জা ও শোয়েব মালিকের পরিবারের মধ্যে হায়দরাবাদে সম্প্রতি বিয়ের পাকা কথা সম্পন্ন হয়। শোয়েব মালিকের পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘দুজনের জীবনই সুন্দর একটি পরিণামের দিকে এগোচ্ছে। তারা অবশ্যই সুখী হবে।’ বিয়ের পর সানিয়া ও শোয়েব দুজনই দুবাইয়ে স্থায়ী নিবাস গড়বেন বলে জানা গেছে। বিয়ের ঘটনা চাউর হওয়ার পর উচ্ছসিত সানিয়া মির্জা বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত।’ শোয়েব মালিক বলেছেন, বিয়ের পর সানিয়ার খেলা চালিয়ে যাওয়াতে তাঁর কোনো আপত্তি থাকবে না। তিনি সানিয়াকে অলিম্পিকে প্রতিনিধিত্বকারী একজন গর্বিত ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘সানিয়া ভারতের জন্য ভবিষ্যতে আরও গর্ব বয়ে নিয়ে আসলে স্বামী হিসেবে আমার আনন্দ ও গর্বের কোনো সীমা থাকবে না।’
সূত্রঃ http://www.hindu.com/2010/03/30/stories … 702100.htm /প্রথমালো