টপিকঃ কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)
জীবন নামক সমুদ্র থেকে যিনি বহু আগেই হারিয়ে গিয়েছিলেন"
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)
windows XP কারণ আমার কাজের সব সফটওয়্যার চলে এটাতে না হলে Windows 7 ব্যবহার করতাম
আমার প্রিয় অপরাটিং সিস্টেম উবুন্টু।
১. উইন্ডোজ এক্সপি
২. উইন্ডোজ সেভেন
৩. উবুন্টু
উইন্ডোজ এক্সপি, ভাই উইন্ডোজ এক্সপি..... কারন জিআইএসের সব সফটয়্যার কোথায় চালাবো
ব্যবহার করছি Ubuntu 8.10
কারণ, আমি যা করতে চাই তা খুবই সহজ ভাবে এখানে করা যায়। এবং ঝামেলা অনেক কম।
উইন্ডোজ সেভেনের লাইসেন্স শেষ। এখন ক্র্যাক করতে হবে। কারণ গেম খেলব।
উইন্ডোজ এক্সপি - গেম খেলার জন্য
উইন্ডোজ ৭ - বাকি সব কাজের জন্য
আর উবুন্টু হচ্ছে.... ওয়েট...ওয়েট...উবুন্টু আবার কি???
এখন আমি উবুন্টু ৯.১০ (কারমিক কোয়ালা) ব্যবহার করছি এবং এখন এইটাই আমার প্রধান অপারেটিং সিস্টেম। উবুন্টুর আগে ৭ম জানালা এবং তার আগে এক্সপি ব্যবহার করতাম। ৭ম জানালাকে ভালই লেগেছিল, কিন্তু মুক্ত জগতের আহবানে সাড়া দিয়ে এখন লিনাক্সের ফুলটাইম ইউজার।
প্রিয় অপারেটিং সিস্টেম একটু কনফিউজিং আমার কাছে। ম্যাক সবসময় হাতছানি দিয়ে ডাকে। ম্যাকই প্রিয়, যদিও ব্যবহার করি না। হা হা হা
উইন্ডোজ এক্সপি
কারণ IDM আর MATLAB চালাইতে হয়।
আর হাড্ডিতে স্পেস বেশি থাকলে মাঝে মাঝে উবুন্টু ইন্সটল দেই।
উইন্ডোজ ৭
ম্যাক
নেট ব্রাউজিং এর জন্য উবুন্টু
গেম এবং অফিস সংক্রান্ত কাজের জন্য জানালাসমূহ ৭!
কি ভাববেন ভাবেন!
এখন ব্যবহার করছি, ওপেনসুসে ১১.২ কেডিই। সাথে ইন্সটল দেয়া আছে ডেবিয়ান। আগে উবুন্টু দেয়া ছিল, রিপ্লেস করে ডেবিয়ান দিছি।
সব লিনাক্স ডিস্ট্রোই ভালো লাগে। এযাবত ব্যবহার করেছি ম্যানড্রিভা, ফেডোরা, মিন্ট , উবুন্টু
এই মুহূর্তে উইন্ডোজ ৭ সবচেয়ে বেশী ব্যবহার করা হয়। মোটামুটি সবকাজই করতে পারছি। কিছুদিন আগে ভিজ্যুয়াল স্টুডিও চালাতে পারতাম না বলে এক্সপি ব্যবহার করতে হতো। এখন চালানো যাচ্চে বলে এক্সপি প্রায় ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে গেম খেলি বলে এক্সপিটা এখনো আছে (র্যাম কম বলে ৭ এ আর খুব একটা সুবিধা করতে পারিনা্)
উবুন্টুর ব্যবহার করা হয় মাঝে মাঝে। আলাদা ভাবে সেটআপ করবো ভেবে হার্ডডিস্ক এর জায়গা খালি করছি দীর্ঘদিন ধরে। কিন্তু কিছুতেই কেন যেন জায়গা খালি হয় না। কিছুদিন আগে ৪গিগা ডিলিট করলাম হাবিজাবি ফাইল, তার পরের দিন দেখি সেখানে আবার ৪.৩৩গিগা ভর্তি (একটা গেম ডাউনলোড দিয়েছিলাম আরিক )
আবার জিগায় --- উবুন্টু!!
এক্সপিতে ভাইরাস নিয়ে অনেক ঝামেলায় ছিলাম। ভাইরাসগুলো আসতো মেইনলি ইউএসবি ড্রাইভ থেকে, অন্যের পিসি থেকে। তাই যখন শুনলাম যে উইন্ডোজ ৭ এ ভাইরাস উৎপাত কম তাই ঠিক করলাম ৭ এ যাব। কিন্তু আমার পিসির যে অবস্থা তাতে ৭ এ গেলে নতুন পিসি কিনতে হবে, মোটামুটি ভালোমানের পিসি মানে ৬০০-৭০০ ডলার। পরে এই ফোরামে দেখি লোকজন উবুন্টু আর মিন্টের কথা বলে। সাহস করে একদিন ইন্সটল দিয়েই দিলাম উবুন্টু, পরে উবুন্টু এত ভালো লেগে গেল যে ঝামেলাকর এক্সপিকে পুরা বাদ দিয়ে দিলাম। এখন পিসিতে শুধু উবুন্টু আর কিছু নাই।
উবুন্টু ভালো লাগে কারন ভাইরাস নাই, ব্লুস্ক্রিনঅফডেথ নাই, হ্যাং করেনা, লেখালেখি গানশোনা মুভি দেখা থেকে শুরু করে গেম খেলা সব কাজ করতে পারি, বাড়তি কোন সফটওয়ার কিনতে হচ্ছেনা (টাকা বেচে যাচ্ছে)...
১) উবুন্তু
২) সপ্তম জানালা
উইন্ডোজ ৭
উবুন্টু ১০.০৪
বর্তমানে লিনাক্স মিন্ট ৮ "হেলেনা" - মেইন এডিশন ব্যবহার করছি।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং কেন? (সাধারন জরিপ)
০.০৫৬৩৬৫০১৩১২২৫৫৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫০.৬৭৮৬২৪০৯৬৯১৬ টি কোয়েরী চলেছে