টপিকঃ ধাঁধাঁ - ০১
রহিম হল মো.হুসাইন এর একমাত্র ছেলে। সে জন্মগ্রহন করে ১৯৫৫ এ । সে এস.এস.সি তে প্রথম শ্রেনীতে এবং এইচ.এস.সি তে দ্বিতীয় শ্রেনীতে পাশ করে। এরপরে সে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিন্যান্সে ১ম ডিভিশন-এ পাশ করে আইসিএবি থেকে চার্টাড একাউন্টেন্সি পাশ করে এখন বেক্সিমকো তে চাকরী করছেন। তিনি ২৮ বছর বয়স নীলা নামে একজনকে বিয়ে করেন। তাদের একটা ছেলে আছে। নাম তার মুহিত। মুহিত মাত্র স্কুলে যাওয়া শুরু করেছে । সে এখন সানিডেল-এর প্লেগ্রাউন্ডে পড়ে। রহিম সাহেব এখনও জীবিত এবং তার বয়স ৩৩ বছর।
এখন বলতে হবে তার বয়স কেমনে ৩৩ বছর মাত্র?