আপনি লিনাক্সের ওয়ালপেপার পোস্ট করলেন, সেটা ফটোশপে তৈরী
কারন দুবার উল্লেখ করা হয়েছে।
টরেন্টের টিউটোরিয়াল দিলেন, utorrent দিয়ে।
কারন এখানে উল্লেখ করা হয়েছে
আপনার ব্লগের ১ম পৃষ্ঠায় শেষ দুটো ইমেজ ছাড়া বাকীগুলো উইন্ডোজের স্ক্রিনশট।
কারন আমি লিনাক্স উইন্ডোজ সবরকমের টিউটোরিয়াল দেই। মূল কথা যা জানি অন্যদের তা জানানোর চেষ্টা করি।
এমনকি লিনাক্স ফোরামে যে টরেন্টের টিউটোরিয়াল দিয়েছেন সেটাও উইন্ডোজে
।
মাত্র কিছুদিন আগে শিখেছি । যেখান থেকে শিখেছি সেখানে উইন্ডোজের টিউটোরিয়ালই পেয়েছি ।
তাই আমার পক্ষ থেকে উইন্ডোজ টিউটোরিয়ালটি আগে আসবে সেটাই স্বাভাবিক।
(এই একই টিউটোরিয়াল ৩ জায়গায় আমি দেখলাম) পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের পক্ষে সোচ্চার ভুমিকা নিলেন।
কোথায়?
এগুলো কি যথেষ্ট নয়?
হ্যাঁ, লিনাক্সকে ফান হিসেবেই ব্যবহার করা হচ্ছে। সেখানেই আমার আপত্তি। লিনাক্সকে তার নিজের মর্যাদায় প্রতিষ্ঠিত হতে হবে। মাইক্রোসফটকে ডাম্প করার জন্য লিনাক্স ব্যবহার করতে হবে, এটা কোন যুক্তি না।
তাহলে আর কি বলার আছে । ওয়ালপেপার যদি কাউকে প্রতিষ্ঠিত করতে পারতো তাহলেই হয়েছিল
ওয়ালপেপারের কাজ ডেক্সটপ ব্যাকগ্রাউন্ডে শোভা পাওয়া আর ইউজারের সেটা উপভোগ করা "কাউকে প্রতিষ্ঠিত করা নয়"