টপিকঃ টপিক রেটিং

নতুন দেখলাম টপিকের রেটিং যোগ হয়েছে। smileতাই কাউকে খাঁটাইতে ইচ্ছা করতাসে।=)) যদিও জানি জিনিসটা কি ((y))তাও কেউ কি আবার কষ্ট করে বুঝাবেন(;q) যাতে সবার বুঝতে সুবিধা হয়;D

Re: টপিক রেটিং

আজকে থেকে পরীক্ষামূলকভাবে চালু হল টপিক রেটিং। ফলে নির্দিষ্ট টপিককে মূল্যায়ন করতে পারবেন।

আগে ছিল রেপুটেশন মোড। তার সাথে এটার পার্থক্য:
১. রেপুটেশন মোডটা ছিল পোস্টকারীর জন্য। এটা টপিকের জন্য।
২. রেপুটেশন মোডে, পোস্টকারীর জনপ্রিয়তা নির্দেশ করত। আর এটা নির্দিষ্ট টপিকের জনপ্রিয়তা বা মান নির্ধারণ করবে।
৩. রেপুটেশন মোডে, যে কাউকে নির্দিষ্ট সময় পর পর + / - রেপু দেয়া যেত। কিন্তু এখানে কোন টপিকে একজন সদস্য একবারই রেটিং দিতে পারবেন।

বাগ রিপোর্ট জানাতে ভুলবেন না যেন।

ধন্যবাদ।(y)

Re: টপিক রেটিং

মানচু আর বিপ্রকে ধন্যবাদ ... ... big_smile
সাথে সুমনকেও ধন্যবাদ big_smile

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: টপিক রেটিং

বেশ ভালো জিনিষ। অনেকগুলি টপিকে রেপু দিলাম।

কিন্তু ঘটনা হইলো গিয়া - সর্বোচ্চ রেটেড টপিক বইলা কোন লিঙ্ক খুঁইজ্যা পাইতাছি না। ইহা না থাকিলে তো রেপু সিস্টেমটা মাঠে মারা যাইবে।

Re: টপিক রেটিং

Re: টপিক রেটিং

Re: টপিক রেটিং

কেন দেয়া যাবে না? আপনার শুরু করা টপিকটা তো বেশ ভালো একটা টপিকে রূপান্তরিত হতে পারে। তাহলে ওটাকে কেন রেটিং দেবেন না?

Re: টপিক রেটিং

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: টপিক রেটিং

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

১০

Re: টপিক রেটিং

মানচু, বিপ্র, সুমন মডুর দায়িত্ব না নিলে কি কোডার ঐসব উন্নয়নে মনযোগ দিতে পারতো? -- এই জন্যই ধন্যবাদ।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১১

Re: টপিক রেটিং

১২

Re: টপিক রেটিং

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৩

Re: টপিক রেটিং

পত্রাঘাত lol2 @ শামীম ভাই

কোডার ভাই নতুন ফিচার যুক্ত করার জন্য অনেক অনেক থ্যাংকু।

১৪

Re: টপিক রেটিং

আমি কিছুদিন যাবত রেটিং সিস্টেমের অব্যবহার লক্ষ্য করছিলাম। মডারেশন বোর্ডেও স্বপ্নচারী ভাই এটা নিয়ে বলেছেন। সেই হিসেবেই ভাবলাম কাজটি করে ফেলি।

এখন থেকে নিজের টপিকে রেটিং দেয়া যাবে না।

সবার মতামতের অপেক্ষায়?

১৫

Re: টপিক রেটিং

ভাল করেছেন। আমি ঠিক করেছিলাম এই নিয়ে একটা প্রস্তাব দিব। তার আগেই কাজ হয়ে গেছে। কোডার ভাই ধন্যবাদ।
পরীক্ষা করে দেখলাম: "আপনার লেখার মান সর্ম্পকে তো অন্যরা বলবে; আপনি নিজে কেন?" ঠিক কথা।(y)

১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (১৭-০৬-২০০৮ ১৭:৫৯)

Re: টপিক রেটিং

এইটা অনেক আগেই করা উচিত ছিল, পানবিবি ওয়ালাদেরও মাথায় রাখা উচিত ছিল যে নিজের সম্মাননা যেমন নিজে দেয়া যায়না তেমনি নিজের টপিকের রেটিং নিজে দেয়াটা কেমন যেন দেখায়। যাক এতোদিনে সময় ব্যায় করে আর কষ্ট করে এটা সলভ করার জন্য আপনাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাইনা(y)।

সাথে আর একটা ফিচারের সুপারিশ রইল, যেমন ধরেন কে কে কি রেটিং দিল সেটাও দেখার ব্যাবস্থা করা যাবে কি?

১৭

Re: টপিক রেটিং

১৮

Re: টপিক রেটিং

কোডার ভাই দারুন কাজ করেছেন। আমি প্রথমে মনে করেছিলাম যে রেপুর মত এটাও মনে হয় নিজেরটা নিজে দেয়া যায় না। পরে একবার টেস্ট করতে গিয়ে দেখলাম যে দেয়া যায় tongue_smile। এখন আর দেয়া যাবে না। কাজটা ভাল লাগল।

১৯

Re: টপিক রেটিং

২০

Re: টপিক রেটিং

রেপু আর রেটিং এর সেচ্ছাচারিতা নিয়া একসময় যথেষ্ট চিল্লা পাল্লা করসি ।

আমার কাছে মনে হলো, ফোরামে কিছু কিছু ব্যাপার একটু পর্যবেক্ষন করা উচিত । যেমন, রেটিং । দেখা গেলো একজন কেউ একটা টপিক খুললো । সে টপিকটি জনপ্রিয় হোক বা না হোক এতে রেটিং দিয়ে  দেয়। ফোরামে এমনটা হচ্ছে, আমি ট্রাই করার জন্য আমার ২টি টপিকে রেটিং দিলাম, কেউ কিছুই বললো না, তার মানে এটা কেউ পর্যবেক্ষন করছে না । আমার মনে হয় এতে গুরুত্বপূর্ন টপিক কিছুটা হলেও অবহেলা পেয়ে থাকে।

ঐ একই টপিকে স্বপ্নচারী ভাইয়ের একটা পোষ্ট

রেপু আর রেটিং নিয়ে আমার আসলে কোন মাথাব্যথা নেই।

যাই হোক মাথাব্যাথা দরকার নাই একটু যে এই নিয়ম নির্বুদ্বিতা নিয়ে আপনারা আবার ভেবেছেন এই জন্য আমি অত্যন্ত খুশি ।

একটা ব্যপার আমার মাথায় আসছে না, তখন আমার ঐ টপিকের পক্ষে অর্থাত স্ব-রেটিং এর বিপক্ষে তেমন মতামত পাইনি এখন সবাই দেখি এখন ভালো ভালো বলছে, এমনকি আমাদের স্বপ্নচারী ভাই - ও

আশা করি এরকম অসামাঞ্জতা থাকলে ভবিষ্যতেও দুর করা হবে, ধন্যবাদ কোডার ভাই