টপিকঃ সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
এ বিষয়ে একটা টপিক থাকলেও তা শুধু বাংলাদেশী নাটকের জন্য। এখানে বাংলাদেশী ছাড়া ভিনদেশী নাটকের নামও শেয়ার করতে পারবেন।
আমি দেখলাম:
Bones
৯৯ মেবা একেকটা ইপিসোড। তিনটা সিজন ডাউনলোড করা শেষ। ৪র্থ সিজন ডাউনলোড করছি
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
এ বিষয়ে একটা টপিক থাকলেও তা শুধু বাংলাদেশী নাটকের জন্য। এখানে বাংলাদেশী ছাড়া ভিনদেশী নাটকের নামও শেয়ার করতে পারবেন।
আমি দেখলাম:
Bones
৯৯ মেবা একেকটা ইপিসোড। তিনটা সিজন ডাউনলোড করা শেষ। ৪র্থ সিজন ডাউনলোড করছি
টপিকের শিরোনাম দেখে যে কেউ কনফিউজড হয়ে যাবে যদি দেখে প্রথম শেয়ার করা নাটকের নাম Bones !!
নাটক না লিখে টিভি সিরিয়াল বললে ভালো মানাতো সম্ভবত !
যাইহোক_
স্মলভিল দেখলাম ৯ নাম্বার সিজনের ১৫ নাম্বার এপিসোড !
হিমু ভাই স্মলভিল এর কাহিনী কি? দেখতে কেমন?
এই নাটকগুলোকে আমার ডেইলি সোপের মতই মনে হয়।
শেষই হতে চায় না।
বাংলাদেশে দুই শ্রেণীর দর্শকই আছে।
এক শ্রেণী দেখে হিন্দী সিরিয়াল।
আরেক শ্রেণী দেখে ইংরেজী সিরিয়াল।
প্রিজন ব্রেক দেখার ইচ্ছা ছিল। দেখা হয় নাই। বন্ধুর মুখে শুনেছি। এটা নাকি খুবই সুন্দর।
এ বিষয়ে একটা টপিক থাকলেও তা শুধু বাংলাদেশী নাটকের জন্য।
তাহলে এই টপিকের নাম এটা দেওয়া উচিৎ হয় নি। সম্প্রতি কে কোন বিদেশী নাটক দেখলেনও হওয়া উচিৎ ছিল।
প্রিজন ব্রেক দেখার ইচ্ছা ছিল। দেখা হয় নাই। বন্ধুর মুখে শুনেছি। এটা নাকি খুবই সুন্দর।
লিংক লাগলে বইলেন। আমি যেগুলা ডাউনলোড করতাছি সবগুলি এপিসোড ১৩৫-১৪০ মেগাবাইটের।
যদি ডিভিডি কোয়ালিটি চান তাইলে আইসফ্লিমসে যান। প্রত্যেকটা এপিসোড ৩০০-৩৫০ মেগাবাইট avi ফরমাট । মেগাআপলোড এর লিংক। আমার গুলি mkv ফরমাটের।
অ:ঠ: এটা রিপোষ্ট! একইরকম টপিক মাহবুব ভাইয়ের করা আছে।
দক্ষিনের মাহবুব এর টপিকটার কথা বলতাসেন? ঐটা শুধু বাংলা নাটকের জন্য
বাংলাদেশে দুই শ্রেণীর দর্শকই আছে।
এক শ্রেণী দেখে হিন্দী সিরিয়াল।
আরেক শ্রেণী দেখে ইংরেজী সিরিয়াল।
আর এক শ্রেণীর দর্শকও আছে
সেটা বাংলা সিরিয়াল
শিপলু লিখেছেন:বাংলাদেশে দুই শ্রেণীর দর্শকই আছে।
এক শ্রেণী দেখে হিন্দী সিরিয়াল।
আরেক শ্রেণী দেখে ইংরেজী সিরিয়াল।আর এক শ্রেণীর দর্শকও আছে
সেটা বাংলা সিরিয়াল
অতি ক্ষুদ্র হলেও প্রবাসীদের মধ্যে সম্ভবত আরেক শ্রেণীর দর্শক আছে/ছিল যারা আরবি সিরিয়াল দেখে। যেমন আমি। আল কাওয়াসের, আল জোয়ারাহ, আল মাসলুব ..... একেকটা অসাধারণ সিরিয়াল।
প্রিজন ব্রেক সিজন 1, 2 আগেই দেখেছিলাম। এবার দেখলাম 3, 4। অসাধারণ একটা সিরিয়াল। তবে সিজন 3 তুলনামূলকভাবে একটু কম শ্বাসরুদ্ধকর। আর সিজন 4 কিছুটা হিন্দি টাইপ। জোর করে কাহিনী প্যাঁচানো হয়েছে। সিজন 1 এবং 2 সত্যিই অসাধারণ। সিজন 2 শুধুমাত্র আলেক্সান্ডার মাহোন চরিত্রটার অভিনয় দেখার জন্য হাজারবার দেখা যেতে পারে।
হিরোজ সিরিয়ালটা কেমন কেউ বলতে পারেন? ওটা দেখব কি না ভাবছি।
2. Heroes
আমিও হিরোজ এর ভক্ত! জোসসস লাগে... লাস্ট সিজনের এপিসোড 12 পর্যন্ত দেখেছি!
ফ্রেন্ডস যখন অরিজিনালি দেখানো হতো তখন দেখার সুযোগ হয়নি। পরে ১০টা সিজনের সব এপিসোডই ডাউনলোড করে দেখেছি।
হিরোজের ক্ষেত্রে প্রথম ৩টা সিজন ভালোই ছিল, কিন্তু ৪র্থ সিজন থেকে কেমন জানি গোজামেল হয়ে গেছে। তাই এখন আর দেখা হয় না।
স্টার ওয়ার্ল্ড এ আরো দুটি কমেডি সিরিয়াল দেখায় যা খুবই মজার লাগে। একটা হল রুলস অব এ্যাংগেজমেন্ট আরেকটা টু এন্ড হাফ ম্যান
Heroes সিজন ৪ শেষ করলাম।
এখন দেখছি Kyle XY, Naruto Shippuden, Death Note, Avatar: The Last Airbender,
ঠিক মত দেখার সময় পাই না... শুধু বৃহঃস্পতিবার আর শুক্রবার দেখার সময় পাই...
লিস্টে আরো আছে Bleach, DBZ, 24, Smallville, Prison Break.
আমি সিরিয়াল দেখা অনেকটাই ছেড়েছি হিরোজ এর কারনে।
৩ নাম্বার সিজন থেকেই শুরু হয়েছে কাহিনী নিয়ে কচলাকচলি !
আরে না -ই যদি পারিস তবে সুন্দর একটা এন্ডিং দিয়ে শেষ করে দে ! না, সেটা করবেনা। পুরা হিন্দী সিরিয়ালের মত আজাইরা প্যাচ (প্যাচ সবখানেই থাকে তবে হিরোজ হলো আজাইরা প্যাচ দিয়ে ভরা)।
@ ত্বোহা ভাই
ভুলেও হিরোজ ধইরেন না। প্রথম ২ টা সিজন জট্টিল লাগবে কিন্তু তারপর থেকে খারাপ হতে থাকবে___ এবং ৪ নাম্বার সিজনে এসে মনে হবে টিভি/ল্যাপি/কম্পিউটার টা মাথায় নিয়ে একটা আছাড় মারি
পুরাই ওয়েইষ্ট অফ টাইম !
আর কাইল এক্স ওয়াই টা যারা দেখেননি তারা দেখে ফেলেন। ভালো লাগবে।
বর্তমানে আমি ফলো করি -
1. The big bang theory
2. 24
3. Lost
4. How I met your mother
5. Two and a half man
সবসময়ের প্রিয় তালিকায় আছে-
1. Friends
2. Prison break
3. Avatar-the last air bender
4. Mad about you
ইনডিয়ান সাব টিভির সব সিরিয়াল গুলা ভাল লাগে।
বর্তমানে আমি ফলো করি -
![]()
4. How I met your mother
আমিও প্রত্যেক সপ্তাহে নতুন এপিসোড ডাউনলোড করে দেখি। আগের সব সিজনের ভিডিও আমার কাছে আছে
সবসময়ের প্রিয় তালিকায় আছে-
![]()
1. Friends
3. Avatar-the last air bender
এ দুটোই ডাউনলোড করে দেখেছিলাম।
এভাটার হল প্রথম টিভি সিরিয়াল যেটা ডাউনলোড করে দেখা শুরু করি। নিকোলোডিয়ানে সবসময় বুক ১ দেখিয়ে বুক ২ এর প্রথম ২টা এপিসোড দেখাতো তারপর আবার ব্যাক টু বুক ১। পরে বিরক্ত হয়ে নিজেই ডাউনলোড করে দেখেছি। এর ফলে ঘটনা ফলো করা খুব সহজ হয়ে গিয়েছিল।
Smallville Season 1 দেখতেছি
1.Sanctuary
2.The Mentalist
3.Dexter
চলতেছে দেখা ।
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
০.১০৭৮৬১৯৯৫৬৯৭০২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৩.১৮৭৯৬১৩২৬৭৭৩ টি কোয়েরী চলেছে