টপিকঃ বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড এর ৩ ম্যাচ এর ওয়ানডে সিরিজ...... এই সিরিজ শেষে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ...... আপনার কি মনে হয়?বাংলাদেশ পারবে একটি ম্যাচ এও জিততে?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড এর ৩ ম্যাচ এর ওয়ানডে সিরিজ...... এই সিরিজ শেষে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ...... আপনার কি মনে হয়?বাংলাদেশ পারবে একটি ম্যাচ এও জিততে?
আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড এর ৩ ম্যাচ এর ওয়ানডে সিরিজ...... এই সিরিজ শেষে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ...... আপনার কি মনে হয়?বাংলাদেশ পারবে একটি ম্যাচ এও জিততে?
পারবে আমি একটু পরে ঘুমালেই পারবে... তবে সেটা বাস্তবে না আমার স্বপ্নে
শুধু ওয়ানডে না।
টেস্ট ম্যাচ জেতাও সম্ভব।
ইংল্যান্ড দলটাকে আমার আহামরি কিছু মনে হয় না।
আর বাংলাদেশ দেশের মাটিতে কি করতে পারে তা সবাই জানে।
সেই ২০০৬ এ অস্ট্রেলিয়া থেকে শুরু করে এখন পর্যন্ত কেউ সহজে পার পায়নি।
টেস্টে নয়, তবে ওয়ানডে একটা জিতলেও জিততে পারে।
তামিম ইকবাল ভালই খেলেছিল কিন্তু তাকে অন্যরা একটুও সাপোর্ট দিতে পারল না...... সব উজবুক এর মত নিজেদের উইকেট বিসর্জন দিতেই ব্যস্ত ছিল...কবে যে শুধরাবে এই গর্দভগুলো?
শুধু ওয়ানডে না।
টেস্ট ম্যাচ জেতাও সম্ভব।
ইংল্যান্ড দলটাকে আমার আহামরি কিছু মনে হয় না।
আর বাংলাদেশ দেশের মাটিতে কি করতে পারে তা সবাই জানে।
সেই ২০০৬ এ অস্ট্রেলিয়া থেকে শুরু করে এখন পর্যন্ত কেউ সহজে পার পায়নি।
নিউজিল্যান্ডের দলও কিন্তু কোনো কালে আহামরি কিছু ছিল না। তারপরও তারা অনেক কীর্তি করেছে। আসলে দলে তারকা খেলোওয়ার লাগে না, লাগে এমন খেলোওয়ার যারা নিজেদের উজার করে দিবে। ইংল্যান্ডের এমন খেলোওয়ার অনেক আছে, তাই তাদের বিরুদ্ধে জেতা কঠিন হবে
shitol69 লিখেছেন:শুধু ওয়ানডে না।
টেস্ট ম্যাচ জেতাও সম্ভব।
ইংল্যান্ড দলটাকে আমার আহামরি কিছু মনে হয় না।
আর বাংলাদেশ দেশের মাটিতে কি করতে পারে তা সবাই জানে।
সেই ২০০৬ এ অস্ট্রেলিয়া থেকে শুরু করে এখন পর্যন্ত কেউ সহজে পার পায়নি।নিউজিল্যান্ডের দলও কিন্তু কোনো কালে আহামরি কিছু ছিল না। তারপরও তারা অনেক কীর্তি করেছে। আসলে দলে তারকা খেলোওয়ার লাগে না, লাগে এমন খেলোওয়ার যারা নিজেদের উজার করে দিবে। ইংল্যান্ডের এমন খেলোওয়ার অনেক আছে, তাই তাদের বিরুদ্ধে জেতা কঠিন হবে
বাংলাদেশ এর খেলোয়াররাও ১০০ভাগ দিতে চেষ্টা করে।
তবে যার কমতি আছে তা হলো ক্রিকেটিয় দক্ষতা।
ইংল্যান্ড এর চাইতে অবশ্যই বাংলাদেশ এই ক্ষেত্রে পিছিয়ে।
কিন্তু যেহেতু খেলা বাংলাদেশে আর ইংল্যান্ড স্পিন খেলতে সাচ্ছন্দ বোধ করে না সেহেতু আমরা জেতার আসা করতেই পারি।
আজ খুব দুর্ভাগ্যজনকভাবে তামিম ছাড়া আর একটা ব্যাটসম্যানও ক্লিক করতে পারল ন।
এটা দুর্ভাগ্য।
এমন খুব কম হয়।
ইমরুল, সাকিব, মুশফিক বা মাহমুদুল্লাহ কেউ দুজন ৪০-৫০ করলেই আমরা আজ অনায়াসে ২৮০-৩০০ করতাম।
তখন দেখা যেত ইংল্যান্ড এর দৌড় কতদূর।
বাংলাদেশ পারবে একটি ম্যাচ এও জিততে?
জেতা উচিত।
আজ খুব দুর্ভাগ্যজনকভাবে তামিম ছাড়া আর একটা ব্যাটসম্যানও ক্লিক করতে পারল ন।
এটা দুর্ভাগ্য।
এমন খুব কম হয়।
ইমরুল, সাকিব, মুশফিক বা মাহমুদুল্লাহ কেউ দুজন ৪০-৫০ করলেই আমরা আজ অনায়াসে ২৮০-৩০০ করতাম।
তখন দেখা যেত ইংল্যান্ড এর দৌড় কতদূর।
একেবারে মনের কথাটা বলেছেন।
ইংল্যান্ড ৬৮ তে ৩। আজ বোধহয় বাংলাদেশ জিতবে
মনে হয় পারবে না।
৭ বল বাকি থাকতে ২ উইকেটে জিতসে
৭ বল বাকি থাকতে ২ উইকেটে জিতসে
শফিউল রে যে কি করতে ইচ্ছা করতাছে!
ফালতু ফিল্ডিং হচ্ছে । ৩২০ স্কোর হবে বলে মনে হচ্ছে
বাংলাদেশের টেল-এন্ডারের কথা কি আর বলব। বেটিং ইনিংসে ১১ জন না খেলে ৬জন খেলেই পারে।
কোথায় গেল সেই নব্বুয়ের দল যখন ১১ নম্বরে "শান্ত" নেমেও চার ছয় পেটাতে পারত!
১৭ ম্যাচ খেলে তাসকিনের ব্যাটিং এভারেজ ১ রান!!
আশ্চর্য হয়ে গেলাম একই ধরনে ৪টা বল পর পর সুইং করে একটাও ব্যাটে বলে করতে পারলনা! তাসকিন, সাইফুল, মোশারফ... এরা ভাল বলার সন্দেহ নেই কিন্তু একেবারে আহমরী ক্যাটগরীর বলারও নয় যে ব্যাটের উল্টা-ভাও না জানলেও শুধু বলিং এর জোরে দলে নেয়া যায়। ম্যাকগ্রা / মুরালিধরনদের এর মত এক্সেপ্টশনাল ক্যাটাগরীর বলার না হলে, সকল বলারের নুনতম ব্যাটিং জানাটা বাধ্যতামুলক হওয়া উচিত নয় কি? একটা ব্যাটস্ ম্যানের বল করাটা বাধ্যতামুলক নয়, কিন্তু যেহেতু ১১ জনই ব্যাট করতে নামে, সেহুতু সামান্য হলেও ব্যাটি দক্ষতা সবারই থাকা উচিত।
মুশফিক মিয়া, শ্বশুর বাড়ীতে বড় ভায়রাকে অনুসরণ করা ভাল। তাই বলে ক্রিজেও সেটা করতে হবে? বড় ভায়রা lofted sweep শট খেলতে যেয়ে আউট হয়েছেন, আমিও সেটাই খেলব! উনি আদিল রাশিদ -এর বলে আউট হয়েছেন, আমিও তার বলেই আউট হব! একই জায়গায়, একই fielder এর হাতে ক্যাচ। ভায়রানুরাগ!!
বাংলাদেশ টিমটা আমার কাছে এখন ব্যালেন্সড মনে হচ্ছে না। ম্যাশ বাদে বাকী দুই পেসারের কোটা কোন ম্যাচেই পূরণ করা হচ্ছে না, তাহলে শুধু শুধু তিন পেসার খেলানোর যৌক্তিকতা কি? আর মোশাররফ/তাসকিনের জায়গায় নাসিরকে নিলে ভঙ্গুর লোয়ার মিডল অর্ডারটা একটু শক্ত হবে। নাসির ভালো ফিনিশারও বটে! মোসাদ্দেক যথেষ্ট সম্ভাবনাময় খেলোয়াড়, ইনফ্যাক্ট গত ডিপিএলে আবাহনীর খেলা ফলো করতাম শুধু তামিম আর মোসাদ্দেকের জন্যই। কিন্তু ইন্টারন্যাশনাল স্টেজে অভিজ্ঞতার দাম ট্যালেন্টের চেয়ে কম না। তাই আফগানিস্তান সিরিজে মোসাদ্দেককে খেলানোর স্বিদ্ধান্ত ঠিক থাকলেও এই সিরিজে ওর জায়গায় সৌম্য সরকারকে প্রেফার করবো আমি। ভুলে গেলে চলবে না সৌম্য কিন্তু আসলে মিডল অর্ডার ব্যাটসম্যান আর ওপেনার হিসেবে সৌম্য অনেকদিন ধরেই নড়বড়ে। এধরনের আউট অফ ফর্ম ব্যাটসম্যানের ব্যাটিং পজিশন বদলালে অনেক সময় পজিটিভ রেজাল্ট পাওয়া যায়।
এনিওয়েজ এই মূহুর্তে আমার প্রেফারেবল একাদশঃ
১. তামিম ২. কায়েস ৩. সাব্বির ৪. মাহমুদুল্লাহ ৫. সাকিব ৬. মুশফিক ৭. সৌম্য ৮. নাসির ৯. মাশরাফি ১০. মোশাররফ/তাসকিন ১১. আল-আমিন/শফিউল
আমার ব্যাক্তিগত মন্তব্য হল, মাশরাফির পাশাপাশি আর এক জন ডেডিকেটেড পেসারই যথেষ্ঠ। বাকি দুজনকে বদলানো উচিত সাকিব/মোসাদ্দেকের মত অলরাউন্ডার দিয়ে। আফগানিস্থানের পেসাররা বেটিং করে কিভাবে দ্বিতীয় ম্যাচটা কেড়ে নিল সেটাকি তাসকিন/সাইফুল দেখেনি? নুনতম ব্যাটিং দক্ষতা না নিয়ে জাতীয় দলে খেলতে আসাটা চরম নির্লজ্জতা!
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ -- ইংল্যান্ড সিরিজ
০.০৮৭৩৪০৮৩১৭৫৬৫৯২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৫৪৬৯৫৬৬০২৪৪৫ টি কোয়েরী চলেছে