Re: ছবির ধাঁধাঁ - ০৮
পার্থক্যসমূহ:
১.ছেলের বাম হাতের আঙ্গুল
২.ছেলের মাথার ক্যাপের অ্যান্টেনা
৩.ছেলের ফ্লাইং মেশিনের ডানদিকের ধোঁয়া
৪.টোস্ট করা ব্রেডের ডানদিকের টোস্টের ফ্লাইয়ারের পাখার নিচের দাগ
৫.মায়ের বাম হাতের চুড়ির সংখ্যা
৬.মায়ের ডান হাতের আঙ্গুলের সংখ্যা
৭.মায়ের বাম কানের দুলের আকার
৮.বাবার কাপের হাতলের দিক
৯.বাবার গলার কাছে বামদিকের কলার
১০.বাবার প্লেটের আকার (কলারের দিকে)
Re: ছবির ধাঁধাঁ - ০৮
Re: ছবির ধাঁধাঁ - ০৮
আমি ৫টা পাইছিলাম । বাকি পাঁচটার জন্য মনে হয় চশমা নিতে হবে
।
what to do?
৫ ০৩-০৭-২০০৭ ১৩:৪৩ সর্বশেষ সম্পাদনা করেছেন সেভারাস (০৩-০৭-২০০৭ ১৪:৫৮)
Re: ছবির ধাঁধাঁ - ০৮
এভাবে কম্পিউটারে অমিল খোঁজায় চোখ সহজে ধরতে পারে না। অনেক কষ্ট করে ভের করতে হয়েছে--(
১.ছেলের হাতের আঙ্গুল নেই
২.ছেলের মাথার টুপির এন্টেনার প্রথম গোল্লাটির আকার ভিন্ন
৩.ছেলের মাথার টুপির এন্টেনার শেষ গোল্লাটির আকার ছোট
৪. মায়ের হাতের আংগুল সংখ্যার পরিবর্তন
৫.বাবার সামনের কাপের অবস্থান পরিবর্তন
৬.ছেলের যানের ধোয়ার একটি কুন্ডলী নেই
৭.বাবার কলার দেখা যাচ্ছে না
৮.মায়ের হাতের একটি চুড়ি নেই
৯.নিচের যানের ধোয়ার পর একটু জায়গার সৃষ্টি হয়েছে
১০.ডান দিকের পাউরুটির পাখার নিচের দাগের পরিবর্তন
Re: ছবির ধাঁধাঁ - ০৮
পার্থক্যসমূহ:
দুইটা পার্থক্য ভুল। সুতরাং দুইটা পার্থক্য মিসিং।
বিঃ দ্রঃ চার নাম্বার পার্থক্যটা ঠিক না। ছবি আপলোড করার সময় ওটা ওরকম হয়ে গিয়েছে।
Re: ছবির ধাঁধাঁ - ০৮
এভাবে কম্পিউটারে অমিল খোঁজায় চোখ সহজে ধরতে পারে না। অনেক কষ্ট করে ভের করতে হয়েছে--(
তিনটা পার্থক্য মিসিং।
Re: ছবির ধাঁধাঁ - ০৮
পার্থক্য দশটি:
একটা পার্থক্য মিসিং।
Re: ছবির ধাঁধাঁ - ০৮
ধাঁধাঁর উত্তর -
১। জেটসন জুনিয়রের মাথার অ্যান্টেনার আকার।
২। জেটসন জুনিয়রের যান থেকে বের হওয়া ধোঁয়া।
৩। মিসেস জেটসনের মাথা ডান পাশের ছবিতে বাম দিকে হেলে আছে।
৪। ডান পাশের ছবিতে মিসেস জেটসনের একটা আংগুল বেশী।
৫। ডান পাশের ছবিতে মিসেস জেটসনের একটা চুড়ি বেশী।
৬। টেবিলের উপরে কাপের অবস্থা।
৭। জেটসনের হাতে ধরা প্লেটের আকার দুই ছবিতে দুই রকম।
৮। জেটসনের বাম কলার বাম পাশের ছবিতে নেই।
৯। ভাসমান রুটির অবস্থান ডান পাশের ছবিতে উপরে ও বাম পাশের ছবিতে নিচে।
১০। জেটসন জুনিয়রের হাতের আংগুল খোলা ও বন্ধ।