টপিকঃ মারমার কাটকাট মুডে আছি - আসেন সবাই আন্দোলন করি।
নাহ, জীবনটা পানসে হয়ে গেলো। আসুন সবাই, আন্দোলন করি।
গ্রামীণফোনকে "না" বলুন।
মাইক্রোসফটের উইন্ডোজকে "না" বলুন।
প্রথম আলোকে "না" বলুন।
"না" বলা শেষ। এইবার আসুন, আমরা "হাঁ" বলি।
ধুমপানকে "হাঁ" বলুন।
শিশুশ্রমকে "হাঁ" বলুন।
দুর্নীতিকে "হাঁ" বলুন।
আন্দোলনে কে কে আছেন, হাত তুলেন!
বিঃদ্রঃ কেউ যদি কখনও ভেবে থাকেন, কিছু কিছু অভিনেতা কমেডি মুভিতে অভিনয় করে পৃথিবীর মানুষদেরকে কিছু বার্তা প্রদান করে, তাহলে আমার এই ফান(!) পোষ্টটিকেও একটি বার্তা বলে মনে করুন। একটু গভীরভাবে ভাবুন। আমাদের কি করা উচিৎ এবং আমরা কি করছি। যা করা সবচাইতে বেশি উচিৎ, তা না করে কেন অন্যকিছুর পেছনে ছুটছি? গ্রামীণফোনকে আমরাই মাথায় তুলেছি। শুরুতে ভাবা উচিৎ ছিল। আমাদের উচিৎ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষে কাজ করলে শুধু গ্রামীণফোন কেন, শহরফোনও উড়ে যাবে। কিন্তু আমরা কি করছি?
মাত্র একটিই উদাহরণ দিলাম।
~~~
"If you have an apple and I have an apple and we exchange apples then you and I will still each have one apple. But if you have an idea and I have an idea and we exchange these ideas, then each of us will have two ideas." - George Bernard Shaw