টপিকঃ ই-গভর্নেন্স ... ব্যাপারটা কি?
আচ্ছা, বেশ কয়েকদিন আগে আমি টিভিতে একটা প্রোগ্রাম দেখেছিলাম, সেখানে দেখাচ্ছিল ভূমি অধদপ্তরের তত্বাবধানে (বোধহয়) বাসাবোর ওদিকের কোন এলাকায় জমি জমার রেকর্ড কম্পিউটারাইজড করছে। প্রকল্পটি প্রায় শেষের দিকে ছিল, তখন পর্যন্ত ব্যায় ছিল যতদূর মনের পড়ে ৯২ লাখ টাকা। অফিসে জিজ্ঞেস করতে এক সহকর্মী জানালেন, শাবিপ্রবি'র এক প্রাক্তন ছাত্রের কোম্পানী টেন্ডারে অংশ নিয়েছিল কিন্তু হয়নি, এটা ২০০৫ এর দিকে। কেউ কি আরও জানাতে পারবেন ?
আমি নিশ্চিত কাজটা হচ্ছে।
আপডেট:
গুগল করে নিচেরলিঙ্কগুলো পেলাম:
http://sictgov.org/
http://sictgov.org/projectactivities.asp
http://sictgov.org/SICT%20Projects_Mar10.ppt
ই-গভর্নেসের বিভিন্ন প্রোজেক্টের অফিসিয়াল সাইটও তথ্য পাওয়া যাবে। যদিও তেমন আপডেটেড না।
http://www.amanpages.com/