টপিকঃ উইন্ডোজ ৭: খটকার দ্বিতীয় দফা
উইন্ডোজ ৭ ব্যবহার করব কিনা তার পরামর্শ (http://forum.projanmo.com/topic14923.html) চেয়েছিলাম গতকাল। শেষ পর্যন্ত মনস্থির করলাম উইন্ডোজ ৭ ব্যবহার করব, কিন্তু আবারও খটকা লাগল! তা হল:
১. উইন্ডোজ ৭-এর অনেকগুলো ভার্সন আছে। সবগুলোর জন্যই কি একই সিস্টেম রিসোর্স দরকার? যদি না হয় তাহলে কোনটিতে কম?
২. সফটওয়্যার ইনস্টলেশন ভার্সনরে উপর কি নির্ভর করে?
৩. উইন্ডোজ ৭-এর হোম প্রিমিয়াম এবং হোম বেসিক এর মধ্যে পার্থক্য আছে? যদি থাকে তাহলে কি।