টপিকঃ অল্প একটু গণিত (১ম পর্ব)
শুধু মাত্র 9, 2, 2 এবং 2, এই চারটি অংক ব্যবহার করে "0 থেকে 12" পর্যন্ত সকল অংকই তৈরি করা সম্ভব।
যেমন-
9 x (2 - 2) x 2 = 0
9 – (2 x 2 x 2) = 1
9 x (2 - 2) + 2 = 2
9 – (2 x 2) - 2 = 3
9 / {( 2 / 2) + 2} = 3
9 – 2 – 2 – 2 = 3
{9 - (2/2)} / 2 = 4
{9 + (2/2)} / 2 = 5
9 - 2 - (2 / 2) = 6
(9 - 2) x (2 / 2) = 7
9 – {(2 x 2) / 2} = 7
(9 - {2 – (2 / 2)} = 8
{(9 x 2) - 2} / 2 = 8
9 + {2 x (2 - 2)} = 9
{(9 x 2) + 2)} / 2 = 10
{(9 + 2) x 2} / 2 = 11
9 + 2 + 2 - 2 = 11
9 + 2 + (2 / 2) = 12
এখানে শুধু "( )", "{}", "+", "-", "x", "/" ব্যবহার করা হয়েছে।
এই কটা সমাধান ছাড়া আর কোনো ভাবে কি ১ থেকে ১২ পর্যন্ত যেকোনো সংখ্যা তৈরি করে দেখাতে পারবেন!!!
আপনাদের ভালো লাগলে চলবে..........