টপিকঃ (৯৮৭৬৫৪৩২১ = ১০০)!!
এবার ৯ থেকে ১ পর্যন্ত অংকগুলিকে পরপর এমন ভাবে লিখতে হবে যাতে = ১০০ হয়। অনেক ভাবে এই সমাধান করা যায়। যেমনঃ
(১) ৯৮-৭৬+৫৪+৩+২১ = ১০০।
(২) ৯-৮+৭৬+৫৪-৩২+১ = ১০০।
(৩) ৯-৮+৭+৬৫-৪+৩২-১ = ১০০।
(৪) ৯-৮+৭৬-৫+৪+৩+২১ = ১০০।
(৫) ৯+৮+৭৬+৫+৪-৩+২-১ = ১০০।
(৬) ৯+৮+৭+৬৫+৪-৩+২+১+ = ১০০।
(৭) ৯৮+৭+৬-৫-৪-৩+২-১ = ১০০।
(৮) ৯৮+৭-৬+৫-৪-৩+২+১ = ১০০।
(৯) ৯৮+৭-৬+৫-৪+৩-২-১ = ১০০।
(১০) ৯৮+৭-৬-৫+৪+৩-২+১ = ১০০।
(১১) ৯৮-৭+৬+৫+৪-৩-২-১ = ১০০।
(১২) ৯৮-৭+৬+৫-৪+৩-২+১ = ১০০।
(১৩) ৯৮-৭+৬-৫+৪+৩+২-১ = ১০০।
(১৪) ৯৮-৭-৬+৫+৪+৩+২+১ = ১০০।
(১৫) -৯+৮+৭+৬৫-৪+৩২+১ = ১০০।
(১৬) -৯+৮+৭৬+৫-৪+৩+২১ = ১০০।
(১৭) -৯-৮+৭৬-৫+৪৩+২+১ = ১০০।
আমি জানি ১৮ রকম ভাবে এটা সমাধান করা সম্ভব। একটা সমাধান কোথাও মিস করে ফেলেছি। আপনারা কেউ খঁজে পেলে জানাবেন। সেই সাথে ভালো বা খারাপ লাগলেও জানাবেন।
(দু-একটা "+"-" ভুল করে ফেলেছি কিনা কে জানে!)