টপিকঃ সাহায্য দরকার: ল্যাপটপের বায়োস USB বুট সাপোর্ট করে না
সিডি এবং USBতে হেলেনা রেডি করা আছে। সিডি ড্রাইভটার উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গেছে ... তাই হয়তো শেষ পর্যন্ত হেলেনা লোড করতে পারছে না ... ... কিন্তু আমি সিরিয়াসলি আমার জাপান থেকে আনা NEC ল্যাপটপটায় মিন্ট/উবুন্টু দিতে চাই। এই ল্যাপটপটা নষ্ট হয়ে বেশ কিছুদিন (১ বছর+) পড়ে ছিলো, ইদানিং কম্পাটিবল চিপ পাওয়া যাওয়ায় মেরামত করা গেছে ...
এওয়ার্ড বায়োসের এটার ভার্সন নাম্বার ৪ দিয়ে শুরু হয়েছে। এটাতে USB ডিস্কেট সাপোর্ট আছে কিন্তু USB HDD নাই, তাই বুটেবল USB লাগালে কোনো কাজ হয় না ... যথারীতি উইন্ডোজ এক্স.পি. চালু হয়। এটাতে অবশ্যই লাইসেন্সড উইন্ডোজ + লাইসেন্সড অফিস আছে .... কিন্তু সবই জাপানি ভাষায়। এর আগে পাইরেটেড উইন্ডোজ ব্যবহারের অতিঅভ্যস্থতার কারণে এটার ভাষা ৯৯% না বুঝেও মেনু থেকে মোটামুটি সবকিছুই ঠিকভাবে খুঁজে বের করতে পারি -- আমার প্রফেসর ভাবতো... শামীম ছেলেটা খুব ব্রিলিয়ান্ট ... কী সুন্দর জাপানি শিখে ল্যাপটপ চালাচ্ছে! পাইরেসি এবং ওপেনসোর্স বিষয়ে আমার সচেতনতার পেছনে জাপানি সিস্টেম প্রধানত দায়ী ... ... ঠেলায় পড়ে প্রথমে ফায়ারফক্স ডাউনলোড করেছিলাম ... সেই থেকে শুরু। যা হোক, ঐ ল্যাপটপে বাকী সবকিছুই প্রোপাইটারী+লাইসেন্সড, অথবা, ওপেনসোর্স বা ফ্রী সফটওয়্যার। জাপানে থাকাকালীন সময়ে যখন ওটা তরুন ছিলো তখন ওটাতে সিডি থেকে স্ল্যাক্স সহ বেশ কিছু ডিস্ট্রো চালিয়ে দেখেছিলাম .... কাজেই ওটাতে এখন লিনাক্স না চলার খুব যুক্তিসঙ্গত কারণ দেখি না।
এই ধরণের সমস্যা মেটানোর জন্য গতকাল হালকা গুগল করেছিলাম ... ভেবেছিলাম বায়োসের অপশন ঠিক করার জন্য কিছু একটা খুঁজে পাবো (অনেক আগে এমন কিছু একটা দেখেছিলাম বলে মনে পড়ে) .... ... কিন্তু পাইলাম না। যা পেলাম তা হলে USB বুট সিডি। অর্থাৎ এমন একটা সিডি যেটা থেকে বুট হওয়া শুরু করে USB ড্রাইভার লোড হবে এবং পরবর্তী অংশ USB থেকে লোড হবে।
এই বুট সিডি বানানোর জন্য উবুন্টু ৮.১০, যুবুন্টু ৯.০৪ এর জন্য টিউটোরিয়াল পেলাম। ভেতরের ভাষা/কোডগুলোর ব্যাখ্যা জানিনা ... আবার উবুন্টু৯.১০ বা মিন্ট হেলেনার তো বুটলোডারও নতুন, তাই প্যারামিটার পরিবর্তন করে ঐ টিউটোরিয়ালের কোড হ্যাক করার সাহস করলাম না। বেশি ঘাটাঘাটি করার সময় করে উঠতে পারছি না তাই পরামর্শ চাচ্ছি অথবা অন্য কোনো উপায় জানা থাকলে সাহায্য করার অনুরোধ জানাচ্ছি।