টপিকঃ পিজিক্যল মেমোরী ডাম্প
আমার পিসি তে বেশ কিছু দিন থেকে সমস্যা দেখা দিচ্ছে। হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে আর এই মেছেজ টা দেখাচ্ছে।
মাঝে মাঝে gxhboqxj.sys ও লিখা উঠে শেষের লাইনে।
নতুন করে আবার রি স্টার্ট দিতে হয়। উল্লেখ্য আমি রেজিষ্টাড এন্টি ভাইরাস চালাই। তাই মনে হচ্ছে এটা ভাইরাস জনিত কোন সমস্যা না।
যাই হোক এর সমাধান কী? সু-পরামর্শ চাই।