Re: ফোরামের হোমপেজ
কোডার, একটু স্বার্থপরের মত কথা বলি। আমার বুকমার্ক থেকে ফোরামে এসেই দেখি হোমপেজ নাই। আমার কাছে হোমপেজ থাকার ফলে নতুন পোস্টগুলো সহজেই পড়ে ফেলতে পারতাম। এখন আবার 'সর্বশেষ ভিজিটের পর নতুন' আলোচনা লিংকে ক্লিক করতে হবে!
আপনার কর্মতৎপরতা দেখে সত্যিই ভাল লাগছে। আপনাকে দিয়েই হবে। কিন্তু একটা ব্যাপার আর সেটা হল ফোরামে পুরানোদের তৎপরতাই বেশী দেখি। নতুনরা তো তেমন অংশ নিচ্ছেনা।
বুকমার্ক হিসেবে এইটা সংরক্ষণ করে রাখলে কেমন হয়: http://forum.projanmo.com/search.php?action=show_new