২১

Re: ফোরামের হোমপেজ

২২

Re: ফোরামের হোমপেজ

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

২৩

Re: ফোরামের হোমপেজ

@স্বপ্নচারী:
সমাধান করা হয়েছে।

@সুমন:
আপডেটের সময় এ সমস্যাটি হতে পারে। এরকম সমস্যা হলে বুঝবেন আমি ফোরামের কোন ফাইল আপলোড করছি। সেক্ষেত্রে কয়েক সেকেন্ড পর আবার রিফ্রেস করলেই ঠিক হয়ে যাবে।

২৪

Re: ফোরামের হোমপেজ

চমৎকার ডিজাইন করেছেন কোডার।(y)(y)(y)

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

২৫

Re: ফোরামের হোমপেজ

২৬

Re: ফোরামের হোমপেজ

২৭

Re: ফোরামের হোমপেজ

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

২৮

Re: ফোরামের হোমপেজ

২৯

Re: ফোরামের হোমপেজ

আমি ফোরামের হোমপেজ প্রথম দেখি আমার মোবাইলে। আমি দেখেতো প্রথমে ভাবছি আমার মোবাইলে বোধহয় কোন সমস্যা। পরে বুঝতে পারলাম এটাই ফোরামের নতুন হোমপেজ।

৩০

Re: ফোরামের হোমপেজ

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

৩১

Re: ফোরামের হোমপেজ

অনেক দিন ধরেই আমার মাথাটা খারাপ ছিল ফোরামের পারফরমেন্স দেখে। প্রতিটি পেজ লোড হতে ২ থেকে ৮ সেকেন্ড পর্যন্ত সময় লাগত। ডাটাসেন্টার থেকে শুরু করে পানবিবির ডেভেলপারসহ সবার মাথা খারাপ করে ফেলেছিলাম। আমার নিজেরটাতো গেছিলই।

কালকে হঠাৎ করে ফোরামের হোমপেজের কথা মনে হল। আজকে সোর্সকোড দেখে আসল কারণ খুজে পেলাম। সাথে সাথে সিন্ধান্ত নিলাম হোমপেজ বাতিল করতে হবে। ৩০ মিনিট ধরে তা সোর্সকোড ঠিক করলাম। এখন আপলোড করে দেখলাম যেই পেজ আগে লোড হতে ৩ সেকেন্ডের মত সময় লাগত এখন তা লাগছে ০.০২৫ সেকেন্ড। তাহলে বুঝতে পারছেন কি অবস্থা ছিল?

সবাইকে ধন্যবাদ।

৩২

Re: ফোরামের হোমপেজ

খুবই ভাল কাজ করছেন। ধন্যবাদ। তবে এক্সপেরিমেন্ট হিসেবে খারাপ হয় নাই smile

ছোট্ট একটা বাগ রিপোর্ট দেই। কোন থ্রেড লম্বা হয়ে কয়েক পৃষ্ঠা হলে, সেই মেসেজ খুললে, প্রথম পেজটার নম্বর ইংরেজিতে দেখায়। কোডে মনে হয় কোন লাইন মুছে গেছে।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৩৩

Re: ফোরামের হোমপেজ

আপনাকে এক কাপ কফি খাওয়াতাম কাছে পেলে।মনে হচ্ছে এখনো কাজ করে যাচ্ছেন।আরো নতুন ফিচার এর অপেক্ষায় থাকলাম।

৩৪

Re: ফোরামের হোমপেজ

ধন্যবাদ কোডার ভাই:)

৩৫

Re: ফোরামের হোমপেজ

শামীম ভাই, ধন্যবাদ। সমস্যাটা দেখলাম। ঠিক করছি....................

অন্য কোন বাগ পেলে জানাবেন।

৩৬

Re: ফোরামের হোমপেজ

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

৩৭

Re: ফোরামের হোমপেজ

হুম...কোডার ভাই...আমার পিসিতে এখন আগের চেয়ে অনেক ফাষ্ট খুলছে... thumbs_up

৩৮

Re: ফোরামের হোমপেজ

৩৯

Re: ফোরামের হোমপেজ

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৪০

Re: ফোরামের হোমপেজ

কোডার, একটু স্বার্থপরের মত কথা বলি। আমার বুকমার্ক থেকে ফোরামে এসেই দেখি হোমপেজ নাই। আমার কাছে হোমপেজ থাকার ফলে নতুন পোস্টগুলো সহজেই পড়ে ফেলতে পারতাম। এখন আবার 'সর্বশেষ ভিজিটের পর নতুন' আলোচনা লিংকে ক্লিক করতে হবে!

আপনার কর্মতৎপরতা দেখে সত্যিই ভাল লাগছে। আপনাকে দিয়েই হবে। কিন্তু একটা ব্যাপার আর সেটা হল ফোরামে পুরানোদের তৎপরতাই বেশী দেখি। নতুনরা তো তেমন অংশ নিচ্ছেনা।