টপিকঃ আমাদের শাকিব আছে আগামী আইপিএল নিলামে!
আমাদের সবার প্রিয় শাকিব আল হাসান গতবার কেন আইপিএল এ খেলার সুযোগ পায় নি তা এখনও জানি না...
তবে এবারের আইপিএল এও উঠে এসেছে তার নাম। 96 জনের তালিকায় শাকিবসহ আরো কয়েকজন ছিল বাংলাদেশের। কিছুদিন আগে আইপিএল অফিসিয়ালভাবে প্রথম 51 জনের তালিকা প্রকাশ করেছে। এরাই নিলামে উঠবে। এর মধ্যে শাকিবও আছে।
নিজেই দেখে নিন পুরো তালিকা:
আশা করছি কোন টিম এবার শাকিব কে কিনবেই! :D