টপিকঃ ভাগ করার সূত্র
আমার এই টপিকটা আপনাদের কোনো উপকারে লাগবে না, কিন্তু মজা লাগতে পারে।
২ দিয়ে ভাগঃ যেকোনো সংখ্যার এককের ঘরের অংকটি যদি "০ বা জোড়" হয় তবে তবে সংখাটি ২ দিয়ে ভাগ করা যাবে। যেমনঃ ১১১১০, ৭৬৫৮ ইত্যাদি।
৩ দিয়ে ভাগঃ একটি সংখ্যার সব গুলি অংককে যোগ দিলে যোগফল যদি ৩ দিয়ে ভাগ যায় তবে মূল সংখ্যাটিও ৩ দিয়ে ভাগ যাবে। যেমনঃ ৪৪৩৬৭ = ৪+৪+৩+৬+৭ = ২৪/৩ = ৮। অতএব ৪৪৩৬৭ কে ৩ দিয়ে ভাগ করা যাবে।
৪ দিয়ে ভাগঃ যেকোনো সংখ্যার একক ও দশকের ঘরের সংখ্যা যদি ৪দিয়ে ভাগ যায় তবে মূল সংখ্যাটিও ৪ দিয়ে ভাগ যাবে। যেমনঃ ১২৩৪৮ এর একক ও দশকের ঘরের সংখ্যা ৪৮/৪=১২। অতএব ১২৩৪৮ কে ৪ দিয়ে ভাগ করা যাবে।
৫ দিয়ে ভাগঃ যেকোনো সংখ্যার এককের ঘরে যদি "০ বা ৫" থাকে তবে মূল সংখ্যাটি ৫ দিয়ে ভাগ করা যাবে। যেমনঃ ১২৩৪০, ১২৩৪৫।
৬ দিয়ে ভাগঃ যেকোনো সংখ্যাকে যদি "২ ও ৩" দিয়ে ভাগ করা যায় তবে সংখ্যাটি ৬ দিয়ে ভাগ করা যাবে। যেমনঃ ১২৩৪২।
৮ দিয়ে ভাগঃ যেকোনো সংখ্যার একক, দশক ও শতকের ঘরের সংখ্যা যদি ৮দিয়ে ভাগ যায় তবে মূল সংখ্যাটিও ৮ দিয়ে ভাগ যাবে। যেমনঃ ১৫৪৮৪০০ এর একক, দশক ও শতকের ঘরের সংখ্যা ৪০০/৮ = ৫০। অতএব ১৫৪৮৪০০ কে ৮ দিয়ে ভাগ করা যাবে।
৯ দিয়ে ভাগঃ একটি সংখ্যার সব গুলি অংককে যোগ দিলে যোগফল যদি ৯ দিয়ে ভাগ যায় তবে মূল সংখ্যাটিও ৩ দিয়ে ভাগ যাবে। যেমনঃ ৪৪৬৬৭ = ৪+৪+৬+৬+৭ = ২৭/৯ = ৩। অতএব ৪৪৬৬৭ কে ৯ দিয়ে ভাগ করা যাবে।
(ভালো লাগলে জানাবেন, ধন্যবাদ।)