রাসেল ভাইয়া, আপনার যদি আগে বাংলা লেখা সম্পর্কে একদম অভিজ্ঞতা না থাকে, তবে যেভাবে মোবাইলে মেসেজ লেখে, সেভাবেও বাংলা লিখতে পারেন, ফোনেটিক। এছাড়াও একটু কষ্ট করে ইউনিজয়/প্রভাত ইত্যাদি লে-আউট সম্পর্কে জেনে নিতে পারেন। এবার ধরি এসব আপনি জানেন, এখন কি করবেন।
প্রজন্ম ফোরামে বাংলা লেখার সাপোর্ট কোডার অলরেডী দিয়ে রেখেছে। নিচের দিকে একটা টুলবার থাকে যার একদম ডানদিকে মেনু থেকে আপনার পছন্দমতো কী-বোর্ড লে-আউট বাছাই করতে পারবেন। সেখান থেকে ইউনিজয় অথবা ফোনেটিক বাছাই করলেই বাংলায় পোস্ট করতে পারবেন, চাইলেও ইংরেজী লিখা যাবেনা।
আর পিসিতে বাংলায় টাইপ ইত্যাদি করতে চাইলে অভ্র সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করে নিন। এখান থেকে অভ্র সম্পর্কে জানতে ও ডাউনলোড করতে পারবেন: http://www.omicronlab.com/
তাছাড়াও প্রজন্মে বাংলা লিখার উপরে বিশাল বিশাল টিউটোরিয়াল লিখা আছে, যেহেতু আমি নিজেই ওগুলো পাচ্ছিনা, তাই আপনাকে লিংক দিতে পারলাম না 
বি: দ্র: উপরোক্ত নিয়মে প্রজন্মে বাংলা লিখতে সমস্যা হলে/লিখা না গেলে, কোডার দায়ী, আমি না।।।।