Re: ট্রাই সিরিজ!
আসলে সাইফ যা বলেছে তার সাথে পুরোপুরি একমত।
কুয়াশা-শিশির যে পরিমাণ পড়েছিল তাতে এককথায় বলব, ম্যাচ বাংলাদেশ শ্রীলংকার কাছে হারেনি। বাংলাদেশ প্রকৃতি/ভাগ্যের কাছে হেরেছে। টসে যদি জিতত, তাহলে হয়ত আগে বোলিং করে কিছু একটা করতে পারত। আরেকটা বিষয়ও ভালো লেগেছে দেখে যে, বাংলাদেশকে একটা সম্মানী স্কোরে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিল আশরাফুল-রিয়াদরা। প্রথমদিকে তামিমরা যদি ইচ্ছে করে উইকেট বিলিয়ে না দিত, তাহলে স্কোর আরও বেশী হতো। আর কুয়াশার ফ্যাক্টর যে এতই বড় যে পড়ে দেখুন শ্রীলংকান অধিনায়ক সাঙ্গকারা কি বলেছেন ম্যাচ শেষে...
I've seen dew before, but never like this. I wouldn't want to field in conditions like this,
my bowlers wouldn't want to bowl in these conditions. The difference is, literally, day
and night. Perhaps we need an 11am start, and finish the games before 6.45pm types.
Talks are on, everybody has to like the idea, including the TV network.Source: cricinfo
তাহলে বুঝুন ওরা যদি বোলিং করত ২য় ইনিংসে তাহলে তো ওদের অবস্থাই কাহিল হয়ে যেত টাইগারদের কাছে!